বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০৯:৩৭:৫০

নিজ সন্তানকে ৫তলা থেকে ফেলে দিলেন গর্ভধারিণী মা! জেনে বিস্মিত হবেন আপনিও

নিজ সন্তানকে ৫তলা থেকে ফেলে দিলেন গর্ভধারিণী মা! জেনে বিস্মিত হবেন আপনিও

এক্সক্লুসিভ ডেস্ক : একটি বহুতল ভবনের পাঁচতলার ব্যালকনি থেকে নিজের সন্তানকে নীচে ফেলে দিচ্ছেন মা। কি ভাবছেন? নিশ্চত সৎ মা! না আসলে তা নয়, আপন মাই সন্তানদের জীবন বাঁচাতে বাধ্য হয়ে এই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু কেন?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওটি পোস্ট করেছেন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এক ব্যক্তি। যাতেই ধরা পড়েছে এই দৃশ্যটি।

সেখানে দেখা যায়, মা সান্তানদের নীচে ফেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। আর মৃত্যুভয়ে মায়ের হাত জড়িয়ে ধরছে ছেলে- কোন ভাবেই হাত ছাড়তে চাইছে না সন্তান। কোনো অসৎ উদ্দেশ্যে নয়। বরং নিজের সন্তানকে প্রাণে বাঁচানোর জন্যই এমন ঝুঁকি নিয়েছেন মা। কারণ নীচে তখন দাউদাউ করে আগুন জ্বলছে।

গত ৩০ এপ্রিল দক্ষিণ কোরিয়ায় ঘটা এই ঘটনার সাক্ষী শতাধিক মানুষ। একটি বহুতল ভবনে আগুন ধরে গিয়েছিল। ভবনের নীচে লাগা ওই আগুন ধীরে ধীরে গ্রাস করে নেয় বহুতলের বেশিরভাগ অংশই। তা টের পাননি ওই নারী। যখন বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কোনো উপায় না দেখে বাচ্চাকে প্রাণে বাঁচাতে তাই ৫ তলার উপর থেকেই ছুঁড়ে ফেলে দিলেন তিনি। তারপর ঝাঁপ দিলেন নিজেও। সন্তানকে বাঁচানোর মায়ের এই চেষ্টা অবশ্য বিফলে যায়নি। নীচে দাঁড়িয়ে থাকা বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁদের দু’জনকেই বাঁচাতে সক্ষম হয়েছে।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে