বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০৯:৫০:২৯

জানেন কি, নারীরা পায়ের আঙুলে আংটি কেন পরেন?

জানেন কি, নারীরা পায়ের আঙুলে আংটি কেন পরেন?

এক্সক্লুসিভ ডেস্ক : একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন যে অনেক নারীই আছেন যারা পায়ের আঙুলে আংটি পরেন। তা দেখে হয় তো আপনারা কেউ কেউ ভাবছেন এগুলো নেহাত ফ্যাশন করা জন্য পরেন! কিন্তু না। এগুলো কোন সৌন্দর্য বৃদ্ধির জন্য না। না, কোন ধর্মীয় বিশ্বাস থেকেও নয়।

তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তবে এ আংটি তারা কেন পরেন? পায়ে আংটি পরার কারণ কী? একটু গভীরে গেলে দেখা যাবে এই আংটি পরার পিছনে রয়েছে দারুণ একটা ব্যাপার। ভালো দিক হচ্ছে, এতে নারীদের উপকারই হয়। কি সেটা?

খেয়াল করলে দেখা যাবে, পায়ের দ্বিতীয় আঙুলে সাধারণত আংটি পরেন ভারতীয় নারীরা। কারণ, এই আঙুল থেকে একটি বিশেষ স্নায়ু গর্ভাশয় হয়ে সোজা হৃৎপিণ্ডে চলে যায়। ফলে এই পায়ে একটি আংটি গর্ভাশয়কে মজবুত করে, রক্ত চলাচল নিয়ন্ত্রিত করে গর্ভাশয়কে রাখে সতেজ। এ ছাড়াও বলা হয় যে, পায়ের এই আঙুলে আংটি থাকলে ঋতুচক্রও স্বাভাবিক থাকে।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে