শনিবার, ০৭ মে, ২০১৬, ০৯:১৩:৫১

সেলফির ঠেলায় প্রাণ গেল ১২৬ বছরের বৃদ্ধ রাজার!

সেলফির ঠেলায় প্রাণ গেল ১২৬ বছরের বৃদ্ধ রাজার!

এক্সক্লুসিভ ডেস্ক : পুরো বিশ্বজুড়েই চলছে সেলফি তোলার হিড়িক। ছেলে কিংবা বুড়ো, কেউই এর থেকে বাদ যাচ্ছে না। সেলফি তোলাটা কেমন যেন নেশাতে পরিণত হয়েছে। আর এই সেলফি তুলতে গিয়ে এ পর্যন্ত কম মানুষকে জীবন দিতে হয়নি।

সম্প্রতি এমন সেলফির ঠেলায় এবার ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক মুর্তি। পর্তুগালের এই ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

পর্তুগালের সেন্ট্রাল লিসবনে রোশিও রেল স্টেশনের ঠিক বাইরেই ছিল ১২৬ বছরের পুরনো ডোম সেবাস্তিওর মুর্তি। মুর্তির পাদানিতে উঠে সেলফি তোলার চেষ্টা করে এক ব্যক্তি। হঠাত্‍ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ১৭'শ শতাব্দীতে তৈরি ডোম সোবাস্তিরও মুর্তি। ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালানোর চেষ্টা করলেও, স্ট্যাচু ভেঙে পড়ার শব্দে সেখানে হাজির হয় পুলিশ। দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পেশ করা হবে।

পর্তুগিজের ইতিহাসে এক করুণ চরিত্র ডোম সেবাস্তিও। ১৫৫৭ থেকে ১৫৭৮ পর্যন্ত তিনি পর্তুগালে রাজত্ব করেন। মাত্র ২৪ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় তাঁর। তবে তাঁর মৃতদেহ ঠিকমতো চিহ্নিত করা যায়নি। পর্তুগালে লোকমুখে রটে যায় যে দেশের চরম দুর্দশার সময় ডোম সেবাস্তিও এসে পর্তুগালকে রক্ষা করবেন। কিন্তু সেলফির অত্যাচার থেকে তিনিও নিজেকে রক্ষা করতে পারলেন না!
৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে