রবিবার, ০৮ মে, ২০১৬, ০২:০৬:১৬

১০ বছর বয়সে মাকে বাঁচানোর এক সত্যি ঘটনা

১০ বছর বয়সে মাকে বাঁচানোর এক সত্যি ঘটনা

বিনোদন ডেস্ক : আজ ৮ মে বিশ্ব মা দিবস অথবা মাদার্স ডে। এই দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সবাই কেমন যেন আবেগের ঘোরে পড়ে গিয়েছেন। তাবৎ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই তাদের মা-কে নিয়ে নানা কথা শেয়ার করছেন। এমন একটা দিনে, আসুন একটি সত্য ঘটনা জানি। যে ঘটনায় এক ছেলে ১০ বছর বয়সেই তার মাকে বাঁচিয়েছিল।

সালটা ১৯৮৮। ১০ বছরের ছোট্ট ম্যাক জনসন ঘুমোতে যাবে বলে মা-কে ডাকল। কিন্তু মা-র ঘর থেকে একটা চিত্‍কার শুনে জনসন ছুটে গেল। জনসন দেখলো মুখোশ পরে একটা লোক তার মাকে ছুরি দিয়ে মারতে যাচ্ছে, আর মা ভয়ে পালাচ্ছে। জনসন ছুটে গেল মুখোশ পরা লোকটার দিকে। লোকটা জনসনকে আক্রমণ করল। ছুরির আঘাতে রক্তাক্ত জনসন পড়ে গেল মেঝেতে। লোকটা এবার জনসনের মা-কে মারতে এগিয়ে গেল।

জনসন উঠে দাঁড়িয়ে ছোট হাতে লোকটার পা-টা পিছন দিকে টেনে ধরে ছুরিটা ছিনিয়ে নিল। এবার সেই ছুরিটা নিয়ে পরপর ৯বার মুখোশ পরা লোকটাকে আঘাত করল। লোকটা চিত্‍কার করে মেঝেতে শুয়ে পড়ল।

এরপর জনসন ফোন করল পুলিশে। লোকটা গুরুতর আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকল। পুলিশ এসে যখন লোকটার মুখোশ খেলল দেখল মুখোশ পরা লোকটা আর কেউ নয়, জনসনের বাবা। ঘটনাটা ঘটেছিল জর্জিয়ায়। জনসনকে সাহসিকতার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়। জনসনের বাবা বিবাহ বর্হিভুত সম্পর্কের জেরে খুনটা করতে চেয়েছিল। এই ঘটনাটা নিয়ে সিনেমাও তৈরি হয়।
৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে