রবিবার, ০৮ মে, ২০১৬, ০৩:২১:১৪

এটিই বিশ্বের সব থেকে ছোট অ্যান্ড্রয়েড ফোন

এটিই বিশ্বের সব থেকে ছোট অ্যান্ড্রয়েড ফোন

এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোনের এ যুগে আজকাল অনেকেই অনেক বড় বড় ফোন হাতে নিয়ে ঘুরেন। এছাড়াও বিভিন্ন কোম্পানি কত কম টাকায় কত বড় ফোন দিতে পারছে, তা নিয়েও চলে প্রতিযোগিতা। এবার এমনই এক ফোন বাজারে এলো, যা বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম।

বড় মোবাইলের বাজারে একই ফিচার্স সমেত বিশ্বের সবচেয়ে ছোট অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এল MICRO X S240 কোম্পানি। আকারে ছোট হলেও, অন্যান্য স্মার্টফোনের তুলনায় মোটেই কমজোরি কিংবা কম কিছু ফিচার্স নেই এই ফোনে। আর এটাই পৃথিবীর সব থেবে ছোট ফোন।

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের সবথেকে ছোট অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কী কী ফিচার্স রয়েছে- ১। ২.৪ ইঞ্চি ডিসপ্লে। ২। 4 GB স্টোরেজ। ৩। 512 MB RAM। ৪। অ্যান্ড্রয়েড কিটক্যাট। ৫। ডুয়েল কোর প্রসেসর। ৬। ২ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ক্যামেরা।
৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে