সোমবার, ০৯ মে, ২০১৬, ০৪:২৯:১২

যে গ্রামে গেলে সবাই ঘুমিয়ে পড়েন!

যে গ্রামে গেলে সবাই ঘুমিয়ে পড়েন!

এক্সক্লুসিভ ডেস্ক : সপ্তাহের পর সপ্তাহ ধরে এই গ্রামের সবাই ঘুমিয়ে। বাইরে থেকে কেউ গেলে, ঘুমিয়ে পড়ছেন তারাও। কাজাখস্তানের কলাচি গ্রামে রহস্যজনক কারণে এখানে ঘুমিয়ে থাকেন সবাই। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ মানুষ ঘুমান। রহস্যজনক এই ঘুমের কারণ কী? সঠিক তথ্য দিতে পারছেন না কেউই।

গ্রামের যুবক ভিক্টর কাজাচেনকো বউকে নিয়ে মোটরবাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন। অদ্ভুতভাবে রাস্তাতেই ঘুমিয়ে পড়েন তারা। উচ্চ রক্তচাপ আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা নিয়ে ঘুম ভাঙে ৬ দিন পর হাসপাতালে। গত ২-৩ বছর ধরে অজানা এই 'ঘুম রোগে' আক্রান্ত গোটা গ্রাম। প্রথমবার এই রোগটি ধরা পড়ে ২০১০ সালে। তারপর দ্রুত ছড়িয়ে পড়ে।

জি নিউজ জানিয়েছে, সাবেক সোভিয়েতের একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনির পাশে অবস্থিত গ্রামটি। গ্রামবাসীদের অনেকেই এর পেছনে তেজস্ক্রিয় বিকিরণকে দায়ী করছেন। তাদের অভিযোগ, গ্রামের বাতাসে-মাটিতে মিশে রয়েছে ইউরেনিয়ামের 'বিষ'।-জি নিউজ

৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে