সোমবার, ০৯ মে, ২০১৬, ১০:৪০:২৩

৯ হাজার ৫০০ বছরের পুরনো গাছ, এখনো দিব্যি দাঁড়িয়ে!

 ৯ হাজার ৫০০ বছরের পুরনো গাছ, এখনো দিব্যি দাঁড়িয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক : শুনেছেন কখনো এমন ঘটনা, যা একেবারে অবিশ্বাস্য।  তারপরও দিব্যি দাঁড়িয়ে আছে গাছটি।  বয়সের কথা শুনলে চমকে যাবেন।  

কোথায় সন্ধান পাওয়া গেছে গাছটির, জানেন? সুইডেনে সন্ধান পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক গাছটির।  গবেষকদের দাবি, গাছটির বয়স ৯ হাজার ৫০০ বছর! অবাক হলেন? করার কিছু নেই।  একেবারে সত্যি!

সুইডেনের মানুষ এ গাছকে চেনেন 'ওল্ড টি জিক্কো' নামে।  গাছটি দেখতে অবিকল চার্লি ব্রাউন ক্রিসমাস ট্রি'র মত।  পার্বত্য অঞ্চলেই এই গাছের জন্ম। বেশির ভাগ সময়ই বরফাবৃত থাকে 'ওল্ড টি জিক্কো'।  উচ্চতা ১৬ ফুট।

এর আগে ২০১২ সালে ৩৫০০ বছরের প্রাচীন এক গাছ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা।  গোটা বিশ্ব দেখেছে সেই গাছ।  

বিজ্ঞানীদের মতে, সেটিই ছিল পূর্ব আফ্রিকার ফিনিশি আর প্রদেশের সবথেকে প্রাচীন জীবিত জীব। পুরো দুনিয়া সেই 'দ্য সেনোটর' নামক ১১৮ ফুট উঁচু গাছ নিয়ে কম মাতামাতি করেনি।  এবারের আবিষ্কার অনেক পেছনেই ফেলে দিল।

ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলে 'মথূশেলহের' নামে এক গাছের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, যার বয়স নাকি অন্তত ৫০০০ বছর।
৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে