সোমবার, ০৯ মে, ২০১৬, ১০:৫২:২৭

যে শহরে একটাই মাত্র বাড়ি, জানেন কোথায়?

যে শহরে একটাই মাত্র বাড়ি, জানেন কোথায়?

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বাস হবে এমন কথা? না হলেও কিন্তু খবরটা সত্যি।  যে শহরে একটাই মাত্র বাড়ি। জানেন সেই শহরটি কোথায়?

 
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার হুইটিয়ার শহরের বাসিন্দার সংখ্যা ২২০ জন।  তারা সবাই একটিমাত্র বাড়িতেই থাকেন।

অফিস-কাচারি, বাজার-দোকান, স্কুল-কলেজ সব কিছুই ওই একটি বাড়ির ভেতরেই।  কারণ ওই শহরে বাড়ির সংখ্যা একটিই।

শহরের বাসিন্দারা সবই একই ছাদের নিচে থাকেন।
১৪ তলা এই বিশাল বাড়িটির নাম বেগিক টাওয়ার। কেবল ২২০ জনের বাসগৃহ নয়, বাড়িটির ভেতরে আফিস, থানা, বাজার— সবই রয়েছে।  তেমন দরকার না পড়লে বাসিন্দারা কেউ বাড়ি থেকে বেরই হন না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেগিক টাওয়ার নির্মিত হয়েছিল মিলিটারি ব্যারাক হিসেবে।  ১৯৬৯ পর্যন্ত বাড়িটি সরকারের অধীনেই ছিল।

ওই বছর সেটি শহরের বাসিন্দাদের হাতে তুলে দেয়া হয়।  আজ ওই শহর তথা বাড়িটিতে যারা বাস করেন, তারা প্রত্যেকেই সামরিক অফিসিয়ালদের বংশধর।

তবে এ শহরে একজন ব্যতিক্রমী লোক রয়েছেন।  তার নাম পল।  তিনি বেগিক টাওয়ারে না থেকে আস্তানা গেড়েছেন একটি মোবাইল-বাড়িতে।

কিন্তু দোকান-বাজার করতে তাকে প্রবেশ করতেই হয় টাওয়ারে।  তাই তার গাড়ি-বাড়িকে তিনি পার্ক করে রাখেন বেগিক টাওয়ার ঘেঁষেই।
৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে