বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৪:২৬

খোঁজ মিলল সূর্যের হারিয়ে যাওয়া ভাইয়ের

খোঁজ মিলল সূর্যের হারিয়ে যাওয়া ভাইয়ের

এক্সক্লুসিভ ডেস্ক : ‘সূর্যের ভাই’ কথাটা শুনে অনেকের মতো আপনারও খটকা লাগতে পারে। মহাজাগতিক যে মেঘমণ্ডলী থেকে সূর্য সৃষ্টি হয়েছে সেই একই গ্যাসমণ্ডলী থেকে সৃষ্টি হয়েছে এইচডি ১৬২৮২৬ নামের নক্ষত্র। আর এ কারণেই এইচডি ১৬২৮২৬কে ‘সূর্যের ভাই’ বলছেন বিজ্ঞানীরা।

এ ছাড়া, সূযের্র মতো তার ‘ভাইয়েরও’ গ্রহ-উপগ্রহ নিয়ে সংসার থাকতে পারে অর্থাৎ থাকতে পারে ভিন্ন আরেক ‘সৌরমণ্ডল’ ।  আর সেখানেও প্রাণের বিকাশ ঘটেছে- এমন সম্ভাবনা অল্প হলেও আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এইচডি ১৬২৮২৬ নামের নক্ষত্রলোকে যদি জীবনের কোনো চিহ্নই খুঁজে পাওয়া না যায়; তারপরও কিন্তু এ আবিষ্কারকে গুরুত্বহীন বলে মনে করার কোনো কারণ নেই। বিজ্ঞানীরা বলছেন,  সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে সে প্রশ্নের উত্তর যোগাতে সহায়তা করবে নতুন এই নক্ষত্র।

আমাদের নক্ষত্রপুঞ্জের কোন অংশে সূর্যের জন্ম হয়েছে তা জানা গেলে আদি সৌর জগতের পরিস্থিতি কি ছিল তা জানা সম্ভব হবে। কথাটা বলেছেন অস্টিনে অবস্থিত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইভান রামিরেজ। তিনি আরো বলেন,  তা  হলে আমাদের সৌর জগৎ কেন এখানে রয়েছে তাও বোঝা যাবে।  

‘সূর্যের ভাই’ বলে যে নক্ষত্রকে মনে করা হচ্ছে তা খোদ সূর্যের চেয়ে ১৫ গুণ ভারি। আর এটি ১১০ আলোকবর্ষ দূরে অবস্থিত। খালি চোখে দেখা না গেলেও অল্প শক্তির দূরবীনের সাহায্যে এইচডি ১৬২৮২৬কে দেখা যাবে। এটির অবস্থান ভেগা নক্ষত্রের থেকে খুব বেশি দূরে নয়। এই সংক্লান্ত গবেষণায় বিজ্ঞানীরা অনেকদূর এগিয়েছেন।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে