শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৩:৩৬:১২

১ মিলিয়ন ডলারে স্বর্ণের গাড়ি!

 ১ মিলিয়ন ডলারে স্বর্ণের গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : মাত্র ১ মিলিয়ন ডলারে স্বর্ণে মোড়ানো গাড়ি! অবাক হলেন? হ্যাঁ, এবার কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়াররা।
 
ইচ্ছে করলেই উচ্চাভিলাষী গাড়ি-প্রেমিকরা স্বর্ণে মোড়ানো গাড়ি কিনতে পারেন।  সম্প্রতি দুবাইয়ে স্বর্ণে মোড়ানো একটি গাড়ি প্রদর্শন করলেন অটোমোবাইল ইঞ্জিনিয়াররা।

গাড়ির দাম হাঁকা হয়েছে ১ মিলিয়ন ডলার।
দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত প্রদর্শনীতে এ গাড়িটিই ছিল সবচেয়ে বড় আকর্ষণ।

নামকরা নকশাবিদ তাকাহিকো ইজাওয়া কার রেসিং প্রতিষ্ঠানের সঙ্গে জোটবদ্ধ হয়ে এ গাড়ির নকশা করেছেন।  নিসান আর থার্টি ফাইভ জিটি মডেলের গাড়িটির নাম দেয়া হয়েছে ‘গডজিলা’।

তবে হলিউডের কল্পকাহিনীর বিশাল দানব গডজিলার মতো এটি দেখতে ভয়ঙ্কর নয়, এটির কারুকাজ মনোমুগ্ধকর।  

অপরূপ সৌন্দর্য্যের গাড়িটির দামের কারণেই হয়তো এমন দানবীয় নাম! গাড়িটির ইঞ্জিনে আছে বিশেষ সুবিধা।  চালক চাইলেই যেকোনো সময় রেসিং কারের মতো দ্রুতগতিতে ছুটবে গাড়িটি।

গাড়িটি পেইন্ট করার জন্য তাকুমি টেকনোলজি ব্যবহার করা হয়েছে।  এতে রাজকীয় রূপ পেয়েছে গাড়িটি।  

স্বর্ণে মোড়ানোগাড়ির ডিজাইন, নির্মাণশৈলী সত্যি অপূর্ব।  শুধু গাড়ির ওপরের অংশেই নয়, এর ৩.৮ লিটার ভি সিক্স টুইন টারবো ইঞ্জিনটিতেও স্বর্ণের আস্তরণ দেয়া হয়েছে।

গাড়িটির ক্রয়মূল্য উন্নয়নশীল দেশের মানুষের জন্য না হলেও মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ধনাঢ্য ব্যক্তিরা এ ধরনের গাড়ি কেনার সামর্থ্য রাখেন।

অটোমেকানিকা বিশ্বের সবচেয়ে বড় অটোমোবাইল মেলা, যেখানে ১৫টি হল রুমে গাড়ির সব যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সিস্টেম, টায়ার, ব্যাটারির মত সব ধরনের গাড়ির পার্টস পাওয়া যায়।

প্রদর্শনীতে আসা ৯০ শতাংশই প্রদর্শক  বিদেশি।  গত ৮ থেকে ১০ মে এ প্রদর্শনীতে বিশ্বের ২৫টি দেশের প্যাভিলিয়ন ছিল।
১৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে