শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৫:১২:২১

আজব কলম! লিখবে নিজের থেকেই

আজব কলম! লিখবে নিজের থেকেই

এক্সক্লুসিভ ডেস্ক : তথ্য প্রযুক্তির এ যুগে চমকের শেষ নেই। যত দিন যাচ্ছে, ততই চমক আসছে। এবার সেই চমকে যুক্ত হয়েছে এমনই এক কলম, যা কিনা নিজ থেকেই লিখে দিবে আপনার চাওয়াগুলোকে।

কিছুই না, শুধুই হাতে ধরিয়ে দিন একটি কলম। ব্যস্, আপনাকে আর কিছু করতে হবে না। নির্দেশ মেনে নিজেই সব লিখে দেবে। কম্পিউটারে সেভ করা কোনও অ্যাপ্লিকেশনের ফাইলটার প্রিন্ট-আউট নিতে চান, ‘অ্যাক্সি ড্র’-তে সেভ করে দিন।  ‘অ্যাক্সি ড্র’ তার সঙ্গে জুড়ে থাকা গ্রিপে একটি কলম দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফাইলটাকে হাতের লেখার মতো প্রিন্ট করে দেবে।

‘অ্যাক্সি ড্র’—আসলে একটি রোবোটিক প্রিন্টার। এই প্রিন্টার হাতের লেখার মতো প্রিন্ট করে। এর প্রিন্টারে খালি জুড়ে দিন যে কোনও ধরনের একটি ফাউন্টেন কলম। যে কোনও ধরনের হাতের লেখা থেকে আপনার সই বা কোনও ধরনের ডায়াগ্রাম, সব নিমেষে এঁকে দেবে এই ‘অ্যাক্সি ড্র’।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে