শুক্রবার, ১৩ মে, ২০১৬, ১০:৪৭:৫৮

এটাও কি সত্যি, ১৯০০০ ফুট উচ্চতায় পৌঁছে দিল বক্সভর্তি পিৎজা?

 এটাও কি সত্যি, ১৯০০০ ফুট উচ্চতায় পৌঁছে দিল বক্সভর্তি পিৎজা?

এক্সক্লুসিভ ডেস্ক : একটা ফোন করলেই আধ ঘণ্টার মধ্যে পিঠে ব্যাগ নিয়ে পৌঁছে দেবে গরম পিৎজা।  দরজায় বেল বাজাবে কোনো যুবক।

এটা প্রায় সবারই জানা।  তাই বলে পাহাড়চূড়ায় পিৎজা! ভাবলে একরকম অসম্ভবই মনে হবে।  সেটা সম্ভব করেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলল পিৎজা হাট।

যেমন তেমন পাহাড় চূড়া নয়, একেবারে মাউন্ট কিলিমাঞ্জারো।  ১৯,৩৪১ ফুট উপরে পৌঁছে দিল পিৎজার বাক্স।

১০০ তম দেশ তানজানিয়াকে নিজেদের ব্রাঞ্চ খুলল পিৎজা হাট।  সে উপলক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছিল।

তবে ৩০ মিনিটে নয়, ৫ মে ট্রেকিং শুরু করে ৮ মে পৌঁছায় পাহাড় চূড়ায়।  বিশ্বের সবথেকে বেশি উচ্চতায় পিৎজা পৌঁছে দিয়ে বিশ্বরেকর্ড করল পিৎজা হাট।

২০০১- স্পেশ স্টেশনে পিৎজা পৌঁছে দেয়ার রেকর্ডও রয়েছে তাদের।
১৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে