শনিবার, ১৪ মে, ২০১৬, ০৪:০১:১৫

সঙ্গী তো আসলে আয়না! যা বিশ্বাস করব, তাই পাব

সঙ্গী তো আসলে আয়না! যা বিশ্বাস করব, তাই পাব

এক্সক্লুসিভ ডেস্ক : ইংরেজিতে একটা কথা আছে সোলমেট। যার বাংলা মানে করলে দাঁড়ায়, আপনারই আত্মার অর্ধেক অংশ। আরও স্পষ্ট করে বললে চিরকালের সঙ্গী। একে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করবেন। কেউ অস্বীকারও করবেন হয়তো। কিন্তু সোলমেট সত্যিই কি রয়েছে? এলিজাবেথ গিলবার্টের মতে একেবারে রয়েছে। তবে তাঁর সঙ্গে ঘর করা কিন্তু সত্যিই মুশকিল।

কেন?
তাঁর মতে, সোলমেট যে শুধুমাত্র একজন হবেন তার কোনও মানে নেই। এঁরা জীবনের বিভিন্ন সময়ে এসে আমাদের চোখ খুলে দেন। আমাদের যা যা ত্রুটি থাকে, যা দোষ, খারাপ দিক রয়েছে, তা একেবারে খাপ খোলা তলোয়ারের মতো ভেতর থেকে টেনে বার করে আনেন। এঁরা বন্ধু হতে পারেন, শিক্ষক হতে পারেন,প্রেমিক-প্রেমিকাও হতে পারেন। কিন্তু এঁরা কখনও কোনও ক্ষেত্রে চুপ করে থাকবেন না।


আপনি হয়তো সেই 'বিশেষ একজন'-এর অপেক্ষায় বসে রয়েছেন। হাতে ফুল নিয়ে, মনে আশা নিয়ে ভাবছেন, এমন একজন আসবেন যিনি আপনার জীবনে এক চিরবসন্ত কায়েম করে দেবেন। আদপে কিন্তু তেমনটা হয় না। এর ব্যাখ্যা ব্যক্তি বিশেষে পাল্টতে পারে। কিন্তু গিলবার্ট বলছেন, 'সোলমেটের সঙ্গে ঘর করা? একেবারই নয়। এটা ভীষণ কষ্টদায়ক হবে। এঁরা আপনার জীবনে আসবেনই আপনার অন্য একটি স্তর নির্লজ্জের মতো আপনার কাছে তুলে ধরতে। কাজ হয়ে গেলে তাঁরা চলে যাবেন।'

ভালোবাসার ক্ষেত্রে সোলমেট নিয়ে বিশ্বাস বেশি রয়েছে তা বলাই বাহুল্য। মনোবিদদের মতে আমরা ভাবতে ভালোবাসি। আমাদের কেউ ভালোবাসুক, কেউ 'প্যাম্পার' করুক, উল্টোপাল্টা আবদার মেনে নিক। এক কথায় আমরা যেমন তেমনভাবেই গ্রহণ করুক। কত জন পারেন সেটা সেটা বড় প্রশ্ন। আসলে একটা সম্পর্কে ভালোবাসা থাকে ঠিকই, কিন্তু তা ছাড়াও অনেক কিছু থাকে, যা সকলে গ্রহণ করতে পারেন না। তাই রাজ হাঁসের মতো, শুধু দুধটুকু খেয়ে জল রেখে ছেড়ে চলে যাওয়ার মতো অবস্থা হয় অনেকের। যাঁরা নিজেদের কদর্য ছবিটাকে গ্রহণ করে নিজেকে আরও ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে চাইবেন, একমাত্র তাঁরাই বোধ হয় 'সোলমেট' খুঁজে পাবেন। বাকিরা, আপাতত প্রেম-ভালোবাসা নিয়েই সন্তুষ্ট থাকুন।-এই সময়

১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে