এক্সক্লুসিভ ডেস্ক : গত সপ্তাহে বেকার ভাতার জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে আমেরিকায়। এ সময় আবেদন বেড়েছে ২০ হাজার। এতে বেকার ভাতার জন্য মৌসুমভিত্তিক সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৪ হাজার। আর চার সপ্তাহের গড় সংখ্যা ১০ হাজার ২৫০টি বেড়ে হয়েছে দুই লাখ ৬৮ হাজার ২৫০।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে এটি একটি নতুন রেকর্ড। আমেরিকার শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি। খবরে বলা হয়, গেল সপ্তাহে বেকার ভাতার আবেদন বাড়লেও এখনও এমন আবেদনের সংখ্যা রয়েছে তিন লাখের নিচে।
গত ৬২ সপ্তাহ ধরেই এই সংখ্যা তিন লাখের নিচে রয়েছে। প্ল্যানটে মোরান ফাইনান্সিয়াল অ্যাডভাইজরের চিফ ইনভেস্টমেন্ট অফিসার জিম বেয়ার্ড বলেন, ‘এই প্রতিবেদনে উঠে আসা সংখ্যা বিস্ময়কর এবং এটা অবশ্যই ইতিবাচক নয়। চাকরিহীনতার দাবি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়ে চলেছে। সাম্প্রতিক মাসগুলোতে অর্থনীতির গতি ধীর হয়ে যাওয়ার প্রেক্ষিতে শ্রম বাজারের পরিস্থিতিও নাজুক হয়েছে।’
এর আগে গত সপ্তাহে মার্কিন শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, চাকরিদাতারা এপ্রিল মাসে এক লাখ ৬০ হাজার কর্মসংস্থান যুক্ত করেছে। এই সংখ্যা গত বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে সর্বনিম্ন।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম