সোমবার, ১৬ মে, ২০১৬, ০৩:১০:১৯

ফেক আইডি বন্ধ করা শুরু করেছে ফেসবুক

ফেক আইডি বন্ধ করা শুরু করেছে ফেসবুক

এক্সক্লুসিভ ডেস্ক : অনেকে নামে বেনামে বা সুন্দরী কোন মেয়ের ছবি দিয়ে খোলা অথবা যেকোন প্রকার ফেসবুকের ফেক আইডি বন্ধ করা শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ১৫ মে রবিবার সন্ধ্যা থেকে ফেসবুক এ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ থেকে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুকের ফেক আইডি বন্ধ হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

জানা যায়, ফেসবুকে যেসব অ্যাকাউন্টকে সন্দেহজনক মনে হচ্ছে, সেসব অ্যাকাউন্টধারীদেরকে প্রমাণ দিতে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষ নোটিফিকেশন পাঠাচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের বা অন্যান্য পরিচয়পত্রের স্ক্যানিং কপি পাঠাতে নির্দেশ দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এসময় উপযুক্ত প্রমাণ না দিতে পারলে সেসব অ্যকাউন্ট বন্ধ করে দেওয়া শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

আপনাদের ফ্রেন্ডলিস্টে যেসব বন্ধুর ছবি দেখা যাচ্ছে না, তাদের নামে ক্লিক করুক, দেখবেন ফেসবুক কর্তৃপক্ষ একটি বার্তায় জানাচ্ছে যে, ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই যে কেউ এই সাইটটিতে একাউন্ট খুলতে পারে বলে অনেকেই নানা নামে বেনামে ফেক আইডি খুলে ব্যবহার করছে। সম্প্রতি ফেক আইডি থেকে জঙ্গিসহ নানা প্রকার অপ-তৎপরতার বিষয়টি সামনে চলে আসায় এ উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

১৬ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে