সোমবার, ১৬ মে, ২০১৬, ০২:৪৪:৩৫

ছয় পায়ের গরু, কেউ দেখেছেন কখনো?

ছয় পায়ের গরু, কেউ দেখেছেন কখনো?

এক্সক্লুসিভ ডেস্ক : ছয় পায়ের গরু দেখেছেন কখনো? না দেখলে এবার দেখুন সেই ছয় পা বিশিষ্ট গরু।   ছয় পা বিশিষ্ট একটি গরুর সন্ধান পাওয়া গেছে দিনাজপুরে।  বিচিত্র গরুটির মালিক দরিদ্র কৃষক মমতাজ আলী।  

তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতয়ালির আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর প্রফেসর পাড়ায়।  ছয় পা বিশিষ্ট গরুটি দেখতে তার বাড়িতে প্রতিদিনই ভিড় করছে কৌতূহলী মানুষ।

গরুটি কিনতে বাজার দামের চেয়ে দ্বিগুণ দাম হাকিয়ে কিনতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকে বলে জানিয়েছেন গরু মালিক মমতাজ আলী।

তিনি জানান, গত তিন বছর ধরে গরুটি লালন করে আসছেন তিনি।  এটি তার গোয়ালঘরেই জন্ম নেয়। অতিরিক্ত দুটি পা পেছনের প্রজনন অঙ্গের কাছ থেকে বেরিয়ে মাটি স্পর্শ করেছে।  দুটি প্রজনন অঙ্গও রয়েছে গরুটির।  তবে স্বাভাবিক গরুর মতো চলাচল ও খাবার খেতে পারে।

গরুটিকে চিকিৎসক দেখানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মমতাজ আলী বলেন, আমি গরিব মানুষ।  খুব কষ্ট করে জীবনযাপন করছি।  চিকিৎসক দেখানোর মত তেমন টাকা-পয়সা নেই আমার।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে