সোমবার, ১৬ মে, ২০১৬, ০৯:৩৮:২২

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মহা আনন্দের সংবাদ!

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মহা আনন্দের সংবাদ!

এক্সক্লুসিভ ডেস্ক : হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের একেরপর এক আনন্দের সংবাদ দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারো জানিয়ে দিলো আরেকটি আনন্দের সংবাদ। এ বার থেকে হোয়াটঅ্যাপের ব্যবহারকারীরা এই অ্যাপসটির সাহায্যে ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। এত দিন পর্যন্ত এর মাধ্যমে কেবলমাত্র ফোটোগ্রাফ বা ভিডিও-সহ কনট্যাক্ট নাম্বার শেয়ারের সুবিধা পেয়েছেন।

কিন্তু, এ বার তার সঙ্গে জুড়ল এই নয়া ফিচার। যদিও সরকারি ভাবে এ কথা জানায়নি ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। তবে অ্যান্ড্রয়েড এবং আইফোনে ইতিমধ্যেই এই সুবিধা মিলছে। তবে এই মুহূর্তে শুধুমাত্র পিডিএফ ফাইলই শেয়ার করা যাবে।

দুনিয়া জুড়ে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ছুঁয়েছে প্রায় একশো কোটি। নতুন সুবিধা মিললে তাদের ব্যবহারকারীর সংখ্যা আরো বাড়বে বলে আশা সংস্থাটির।

হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে ডকুমেন্ট শেয়ার করবেন?

প্রথমত, অ্যান্ড্রয়ে়ড এবং আইফোনে একই ভাবে ডকুমেন্ট শেয়ার করা যাবে। বিষয়টা খুবই সোজা।

• অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপের অ্যাটাটচমেন্ট আইকনে ট্যাপ করুন।

• পপ-আপ উইনডোতে ডকুমেন্ট, ফোটো-সহ বেশ কয়েকটি অপশন আসবে।

• ডকুমেন্ট শেয়ার করার জন্য ওই আইকনে ট্যাপ করুন।

• আপনার পছন্দ মতো ফাইল শেয়ার করুন।

তবে ডকুমেন্ট শেয়ারিংয়ের জন্য আপনার মোবাইলে লেটেস্ট ভার্সনের হোয়াটসঅ্যাপ থাকতে হবে অবশ্যই।-আনন্দবাজার
১৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে