মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ১০:৩৯:০৮

শ্বশুরবাড়িতে শুধু কাঁদে পুত্রবধূ!

শ্বশুরবাড়িতে শুধু কাঁদে পুত্রবধূ!

এক্সক্লুসিভ ডেস্ক : আজকের পুত্রবধূ আগামীদিনে শাশুড়ি।  পুত্রবধূ কোনো পরিচারিকা নন।  তিনি শ্বশুরবাড়ির একজন সদস্য।  তাকে যেকোনো সময় ছুড়ে ফেলে দেয়া যাবে না।  আর ছুড়ে ফেলে দেয়ার মনমানসিকতা নিয়ে কাজ করলে ঘরের বধূ শুধু কাঁদবে।  জলে ভেসে যাবে তার বালিশ। সংসারে সৃষ্টি হবে অশান্তি।

সভ্য সমাজের সংবেদনশীলত প্রতিচ্ছবি তুলে ধরতে শ্বশুরবাড়িতে গৃহবধূর সম্মানের দিকে নজর রাখতে হবে।  মহিলাদের প্রতি এমনই মানবিক পর্যবেক্ষণ তুলে ধরেছে এবার ভারতের সুপ্রিমকোর্ট।

সমাজের আনাচে-কানাচে প্রতিনিয়ত গৃহবধূকে মারধর ও জ্বালিয়ে দেয়ার ঘটনাও যথেষ্ট উদ্বেগজনক বলে মন্তব্য শীর্ষ আদালতের।

অত্যাচার ও মারধরে আত্মঘাতী গৃহবধূর স্বামীর সাত বছরের কারাদণ্ড স্থগিত রাখার আবেদনের শুনানিতে সুপ্রিমকোর্টের বিচারপতি কেএস রাধাকৃষ্ণণ ও দীপক মিশ্র ডিভিশন বেঞ্চ বলেছে, পুত্রবধূকে ভালোবাসা ও স্নেহ দিয়ে পরিবারের একজন সদস্য হিসেবে মনে করতে হবে।

তাকে কখনোই একজন পরিচারিকা হিসেবে মনে করা উচিত না।  কোনো অবস্থাতেই তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়া যাবে না।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, স্ত্রীকে শ্বশুরবাড়িতে সম্মান করা হলেই রক্ষা হবে বিয়ের পবিত্রতা।  এটাই হবে সভ্য সমাজের প্রতিচ্ছবি।

সুপ্রিমকোর্ট আক্ষেপের সুরে বলেছে, অনেক ক্ষেত্রেই গৃহবধূদের সঙ্গে শারীরিক ও মানসিক দিক থেকে এতটাই অসংবেদনশীল আচরণ করা হয় যে, তারা জীবনটাকে শেষ করে দেয়ার কথা ভাবেন।  এটা অত্যন্ত উদ্বেগজনক।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে