শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৬:৩৭:০৫

বিশ্বের সবচেয়ে বড় পিৎজা, খেতে চাইলে জেনে নিন কে তৈরি করলো?

বিশ্বের সবচেয়ে বড় পিৎজা, খেতে চাইলে জেনে নিন কে তৈরি করলো?

এক্সক্লুসিভ ডেস্ক : পিৎজা খেতে কে না ভালোবাসেন? পিৎজার কথা শুনলে অনেকর জিবে পানি জমা হয়ে যায়। গরম গরম পিৎজা খেতে আহা কি যে মজা! যে না খেয়েছেন সে কখনো এই গরম পিৎজার স্বাদ বুঝবেন না। তাহলে আর দেরি কেন? এখনি খেয়ে নিতে পারেন এই স্বাদের পিৎজ। তবে আপনি জেনে আনন্দিত হবেন যে বিশ্বের সব থেকে বড় পিৎজা তৈরি srlxukp2 করে এবার রেকর্ড গড় ইতালি!

পিৎজার দেশ ইতালিতে ১৫৯৫ মিটার দৈর্ঘ্যের এই চমক তৈরি করতে সময় লেগেছে ১১ঘণ্টা। আর এই রেকর্ড গড়তে হাত লাগিয়েছিলেন ১০০ জন রাঁধুনি। ২হাজার কেজি ফ্লাওয়ার, ১,৬০০কেজি টমেটো, ২হাজার কেজি মজ্যারেল্লা, ২০০লিটার তেল, ৩০কেজি পরিষ্কার ব্যাসিল এবং ১৫০০ লিটার জল দিয়ে তৈরি হয়েছে ৫,২৩৪ ফুটে ৪.৮ইঞ্চির পিৎজা।

ইতালির সমুদ্রের ধারে দীর্ঘ দুই কিমি রাস্তা জুড়ে শোভা পাচ্ছে বিশ্বের আরেক সব থেকে বড় সত্যি। এর আগে সব থেকে বড় পিৎজার দৈর্ঘ্য ছিল ১,২৬১৬৫ মিটার।
২০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে