শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৭:৪২:৩১

জেনে নিন, কীভাবে বুকিং করবেন ৯৯ টাকার স্মার্টফোন!

জেনে নিন, কীভাবে বুকিং করবেন ৯৯ টাকার স্মার্টফোন!

এক্সক্লুসিভ ডেস্ক : অবিশ্বাস্য! ২৫১ টাকার স্মার্টফোনের থেকেও সস্তা স্মার্টফোন! এবার আর স্মার্টফোন কেনার জন্য ২৫০ টাকাও খরচ করতে হবে না। ১০০ টাকা ফেললেই আপনার হাতে চলে আসবে আনকোরা একটা ঝকঝকে স্মার্টফোন!

বিশ্বের সবথেকে কমদামী স্মার্টফোন হিসেবে এতদিন যে জায়গাটা ধরে রাখার চেষ্টা করছিল ফ্রিডম২৫১, সেই জায়গাটাই এবার নিয়ে নিল নতুন কোম্পানি 'নমোটেল আচ্ছে দিন'। তবে এবার আরও সস্তা। মাত্র ৯৯ টাকায় পাওয়া যেতে চলেছে এই ফোন!

নয়ডার মোবাইল কোম্পানি রিংগিং বেলস মাত্র ২৫১ টাকায় স্মার্টফোন এনে সারা দেশে হইচই ফেলে দিয়েছিল। তারপর তাকে ঘিরে বহু বিতর্ক। এবার বিশ্বের সবচেয়ে সস্তা ফোনের রেকর্ড ভেঙে ৯৯ টাকায় স্মার্টফোন নিয়ে এলো 'নমোটেল আচ্ছে দিন'। www.namotel.com ওয়েবসাইটে ফোনটি ২৭ মে পর্যন্ত বুকিং করতে পারবেন।

একনজরে দেখে নিন কী কী ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে-

১। ৪ ইঞ্চি ডিসপ্লে। ২। ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ। ৩। 1 GB RAM । ৪। ডুয়েল সিম। ৫। ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। এবং VGA ফ্রন্ট ক্যামেরা। ৬। 4 GB ইন্টারনাল স্টোরেজ। ৭। ১.৩GHz কোয়াডকোর প্রসেসর। ৮। 3G।

৯৯ টাকার স্মার্টফোনের খবর তো জেনেই গিয়েছেন। ওয়েবসাইটে ক্লিক করে অনেকেই ইতিমধ্যে ফোনটি বুকিং করার চেষ্টা করছেন। আবার অনেকেই বুকিং করতে পারছেন না। আপনারও যদি বুকিং করতে অসুবিধা হয়, তাহলে জেনে নিন কীভাবে ফোনটি বুকিং করবেন।

১) www.namotel.com ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করুন।

২) BOOK NOW বাটনে ক্লিক করুন।

৩) সেখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানা দিন।

৪) এবার যে যে তথ্য আপনার কাছে চাওয়া হবে, সব নির্ভুলভাবে পূরণ করুন।

৫) আপনার ৯৯ টাকার ফোন বুকিং হয়ে যাবে।

৬) আপনি তখনই পেমেন্ট করে দিতে পারেন, অথবা ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন।-জিনিউজ
২০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে