রবিবার, ২২ মে, ২০১৬, ০৪:৩২:৪৫

সুইসাইড নোট লিখে অভিনব কায়দায় সিংহের খাঁচায় যুবকের ঝাঁপ! অতঃপর যা ঘটল

সুইসাইড নোট লিখে অভিনব কায়দায় সিংহের খাঁচায় যুবকের ঝাঁপ! অতঃপর যা ঘটল

এক্সক্লুসিভ ডেস্ক : ‘বাঘিনী’র সঙ্গে রাগ দেখিয়ে সিংহের খাঁচায় ঝাঁপ দিল এক যুবক। তাও চিড়িয়াখানায় গিয়ে এবং আবার একেবারে খালি গায়ে। ওই যুবকের এমন অদ্ভুত কাণ্ডে সেখানে আসা দর্শনার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে আতংক। ছুটে এলেন চিড়িয়াখানার কর্তৃপক্ষও।

এদিকে খাঁচায় থাকা সিংহগুলো তাকে নিয়ে কিছুক্ষণ খেলা করল। কিন্তু সে ক্ষণ আর বেশি স্থায়ী হয়নি। হিংস্র রূপ ধারণ করে সিংহগুলো। যুবককে বাঁচাতে চিড়িয়াখানার নিরাপত্তাকর্মীরা সিংহগুলোর উদ্দেশ্যে গুলি ছুঁড়ে। কোনো রকম উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তাকে আর বাঁচাতে পারেননি। মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক। ঘটনাটি চিলির এক চিড়িয়াখানায় ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ দুটি সিংহও মারা যায়।
 
শনিবার ফ্রানকো লুইজ ফেরাডে রোমান (২০) নামের ওই যুবক প্রাচীর ভেঙে সিংহের খাঁচায় প্রবেশ করে। আর হাতের নাগালে এমন শিকার পেয়ে সিংহটিও আক্রমণ করতে মোটেও ভুল করেনি। এতে মারাত্মকভাবে আহত হন ওই যুবক। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

দর্শনার্থীদের চোখের সামনেই রোমান সিংহের খাঁচায় ঝাপ দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ঝাঁপ দেওয়ার আগে নিজের জামা কাপড় খুলে নেন তিনি।
সিংহের খাঁচায় থাকা সিংহগুলো এক পর্যায়ে তাকে নিয়ে খেলতে শুরু করে। হামলার একটা পর্যায়ে চিড়িয়াখানার রক্ষীরা তাকে বাঁচাতে সিংহগুলোকে গুলি করতে বাধ্য হয়। এতে দুটি সিংহ প্রাণ মারা যায়।

মেট্রোপলিটন পার্ক পরিচালক মাওরিকো ফাব্রি নিশ্চিত করেন, রোমান মারা যাওয়ার আগে তার কাপড়ে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন।
চিড়িয়াখানার পরিচালক আলেজান্দ্রা মন্তালিভ বলেন, ‘আমরা মনে করি লোকটি দর্শনার্থী হিসেবেই টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকেছিল। তাকে বাঁচাতে এত দ্রুত সময়ের মধ্যে সিংহগুলোকে ঘুমের ইনজেকশন পুশের সময় ছিল না। তাই গুলি করা হয়। দুটি সিংহের মৃত্যুর জন্য চিড়িয়াখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ -ডেইলি মেইল
 ২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে