সোমবার, ২৩ মে, ২০১৬, ০৭:৩১:০১

শুনলে চমকে যাবেন, যেসব ফুল খাওয়া যায়!

শুনলে চমকে যাবেন, যেসব ফুল খাওয়া যায়!

এক্সক্লুসিভ ডেস্ক : ফুল ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুজে পাওয়া মুশকি হয়ে পড়বে। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষের  কাছেই ফুল সুন্দরের এক অনন্য প্রতীক। একে অপরকে ভালোবাসা বিনিময়ের মাঝে আমারা ফুল ব্যবহার করে থাকি। কিন্তু ভোলোবাসা বিনিময়ের অন্যতম হাতিয়া এ ফুল কিন্তু খাওয়ার কাজেও লাগে। তাহলে একনজরে দেখে নেয়া যাক কোন ফুলগুলো খাওয়া যায়।

গোলাপ : শরবত বা চা, যে যেমন খেতে পছন্দ করবেন।

ল্যাভেন্ডার : মিষ্টি সুবাসের জন্য এই ফুল কেকে তৈরিতে ব্যবহার করা হয়।

লাইলাক : আইসক্রিম, জ্যাম ও শরবতে মিশিয়ে খাওয়া যায়।

ডে-লিলি : কাঁচা অবস্থায় খাওয়া যায়।

টিউলিপ : এই ফুলের পাপড়ি স্যালাড ও আইসক্রিমে দিয়ে খেতে ভাল লাগে।

অর্কিড : হাল্কা করে ভেজে খাওয়া যায়।

কারনেশন : ওয়াইনে দিয়ে খেতে বেশ। অনেক সময় কেকের উপরে সাজিয়ে রেখে এমনই খাওয়া হয়।

ড্যান্ডেলিয়ন্স : ওয়াইন, চা ও স্যালাডে এই ফুল খায় অনেকেই।

প্যান্সি : ফ্রুট স্যালাড ও ককটেল-এ ব্যবহৃত হয় এই ফুল দিয়ে।

ভায়োলেট : চা ও জেলিতে ব্যবহার করা হয়। স্যালাডেও দেয়া যায়। তথ্যসূত্র : এবেলা
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে