সোমবার, ২৩ মে, ২০১৬, ০৮:৫২:২২

পৃথিবীর দীর্ঘতম সোনার চেন, দেখলে মাথা খারাপ হয়ে যাবে!

পৃথিবীর দীর্ঘতম সোনার চেন, দেখলে মাথা খারাপ হয়ে যাবে!

এক্সক্লুসিভ ডেস্ক : এমন সোনার চেন পৃথিবীর কোথাও নেই।  আছে শুধু একটি দেশে।  দেখলে মাথা খারাপ হয়ে যাবে।

পৃথিবীর দীর্ঘতম চেনটি ৫.৫২২ কিলোমিটার লম্বা। চেনটি তৈরি করেছে দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপ।  ২০১৫ সালে দুবাই শপিং ফেস্টিভ্যালের ২০তম বার্ষিকীতে ডেইরা গোল্ড সুক বাসস্টেশনে প্রদর্শিত হয় চেনটি।

চেনটি ২২ ক্যারাট সোনায় তৈরি এবং এর ওজন ২৫৬ কিলোগ্রাম।  দুবাই সেলিব্রেশন চেন নামেই বিশ্বে পরিচিত এ চেনটি।  ১০০ স্বর্ণকার মিলে তৈরি করা হয় চেনটি।  এতে সময় লেগেছে ৪৫ দিন ১০ ঘণ্টা।

দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের সঙ্গে এ প্রজেক্টে হাত মিলিয়েছিল ভারতের মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।  পৃথিবীজুড়েই কয়েকশ' জুয়েলার এ প্রজেক্টকে সাপোর্ট করেন।

ক্রেতারাও এ প্রজেক্টের অংশ হয়েছিলেন।  দুবাইয়ের বাসিন্দা এবং উৎসব চলাকালীন বিদেশি পর্যটকদের চেনের এক একটি অংশ কেনার সুযোগ দেয়া হয়।

৮ গ্রাম ওজন (ব্রেসলেট সাইজ) থেকে ২৪-২৫ গ্রাম পর্যন্ত চেনের একাংশ কেনার সুযোগ পেয়েছিলেন তারা।

দীর্ঘতম চেনটির ৬০ শতাংশই শপিং ফেস্টিভ্যালে বিক্রি হয়ে যায়।  এ চেনটি বাদ দিলে গিনেস রেকর্ড বুকে পৃথিবীর দীর্ঘতম বিডস চেনটির দৈর্ঘ্য ৫.৯২ মাইল।
২৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে