মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০২:০০:০৮

হিটলার এমন একটি কাজ করেছিলেন, যা আপনি কল্পনাই করতে পারবেন না!

হিটলার এমন একটি কাজ করেছিলেন, যা আপনি কল্পনাই করতে পারবেন না!

এক্সক্লুসিভ ডেস্ক:  বলার অপেক্ষা রাখে না, ইনি কে। অ্যাডল্ফ হিটলার। যে ইচ্ছে নেতিবাচক বিশেষণ আপনি দিতেই পারেন। কিন্তু একটি বিষয়ে এঁর তারিফ না করে পারবেন না। আগেভাগে বলে রাখা যাক, হিটলার সম্পর্কে যে তথ্যটি দেওয়া হবে, তা নিয়ে বিতর্কের কিঞ্চিৎ অবকাশ রয়েছে। ক্রমশ তা নিয়েও আলোচনা হবে। কিন্তু আপাতত জানিয়ে রাখা যাক, হিটলার মানবসমাজে এমন একটি অবদান রেখেছেন, যা পুঁজি করে আজও দুনিয়াজুড়ে আন্দোলন চলছে

হিটলারই প্রথম ধূমপানের বিরুদ্ধে গড়ে তোলেন আন্দোলন। ধূমপান-বিরোধী আন্দোলনের যে চেহারা আজ দেখা যায়, তার সূত্রপাত হয়েছিল হিটলারের হাত ধরেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার যা বলেছিলেন, এই প্রসঙ্গে তার উত্থাপন করা যাক। ফৌজিদের ধূমপানের অধিকার কেড়ে নিয়ে ফুহ্‌রার বলেছিলেন, ‘‘একজন ফৌজি ধূমপান ছা়ড়া বাঁচতে পারেন না, এটা একেবারে বাজে কথা।’’ হিটলার এর পরে নজর দেন নিজের ঘনিষ্ঠ বৃত্তে। বন্ধু থেকে শুরু করে অনুচর, সকলের মুখ থেকে ধোঁয়া কাড়েন তিনি। তবে ইভা ব্রাউন এবং মার্টিন বরম্যানকে ধূমপান ছাড়াতে পারেননি। এর পরে জার্মানি জুড়ে শুরু করে দেন ধূমপান-বিরোধী আন্দোলন। শুনলে অবাক হবেন, প্রথম জীবনে হিটলার ছিলেন চেইন স্মোকার! দিনে ২৫-৪০টি করে সিগারেট খেতেন।

এবারে আসা যাক বিতর্কের প্রসঙ্গে। হিটলারের ৩৩০ বছর আগেই অবশ্য ষষ্ঠ এবং প্রথম জেম্‌স (একই ব্যক্তি, স্কটল্যান্ডের রাজা হিসেবে ষষ্ঠ জেম্‌স এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসেবে প্রথম জেম্‌স) ধূমপান বিরোধিতায় সরব হয়েছিলেন। তবে হিটলারের মতো বিষয়টিকে সাংগঠনিক আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে পারেননি। সে কারণে ধূমপান-বিরোধী আন্দোলনের প্রথম উদ্যোক্তা হিসেবে হিটলারকেই স্বীকৃতি দেওয়া হয়।- এবেলা

২৪ মে,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে