মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৫:৪৫:৫২

মিয়ানমারে রান্না ঘর, শোয়ার ঘর ভারতে!

   মিয়ানমারে রান্না ঘর, শোয়ার ঘর ভারতে!

এক্সক্লুসিভ ডেস্ক : মিয়ানমারে রান্না ঘর, শোয়ার ঘর ভারতে! অবাক হলেন? অবিশ্বাস্য হলেও সত্য- গ্রামটির অবস্থান ভারতের নাগাল্যান্ড প্রদেশের মন জেলার ভারত-মিয়ানমার সীমান্তে।

মজার বিষয় হচ্ছে, গ্রাম প্রধানের কুঁড়েঘরের মধ্যে দিয়ে মিয়ানমার সীমান্তে প্রবেশ করতে হয়।  তার বাড়ির রান্নাঘরটি রয়েছে মিয়ানমারের ভূমিতে।  আর শোয়ার ঘরটি ভারতে।  গ্রাম প্রধানের স্ত্রী রয়েছে মোট ৬০ জন।

গ্রামের এক প্রান্তে মিয়ানমার আর অন্য প্রান্তে ভারত। গ্রাম প্রধানের বাড়িও দু’দেশে ছড়িয়ে রয়েছে।

কোনয়াক নামের আদিবাসী গোষ্ঠীর রাজা বর্তমানে গ্রাম প্রধানের দায়িত্ব পালন করছেন।  ভারতের এ গ্রাম তো বটেই, মিয়ানমারের ভেতরে থাকা আরো সত্তরটি গ্রাম শাসন করেন তিনি।

শুধু গ্রাম প্রধানেরই নয়, এ গ্রামের বেশকিছু বাসিন্দার রান্নাঘর মিয়ানমারে এবং বাড়ির বাকি অংশ পড়েছে ভারতের লোংওয়া গ্রামে।

বাঁ-দিকে ভারত, ডানদিকে মিয়ানমার।  ভারত এবং মিয়ানমারের মধ্যে থাকা একটি বিশেষ চুক্তির কারণে সীমান্তের গ্রামটির বাসিন্দা ভারতীয়রা মিয়ানমারের ভেতরে ২০ কিলোমিটার পর্যন্ত এবং মিয়ানমারের নাগরিকরা ভারতের ৪০ কিলোমিটার পর্যন্ত পাসপোর্ট এবং ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন।

দু'দেশের জমিতে এ গ্রামের বাসিন্দাদের মধ্যে জিনিসপত্র আদান-প্রদানও হয়।  ভারতীয় মুদ্রার অনুপাতে মিয়ানমারের মুদ্রার মূল্য অনেক কম হওয়ায় জিনিসপত্র আদান-প্রদানের ব্যাপারটা বেশি জনপ্রিয়।

তবে বড় ধরনের কোনো সমস্যা হলে মিয়ানমার সেনা এবং ভারতীয় সেনারা ফ্ল্যাগ মিটিং করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে