মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ১০:৪৫:০৫

সিগারেটের নেশায় ৩৮০০০ ফুট উঁচুতে যা করলেন বিমানযাত্রী

সিগারেটের নেশায় ৩৮০০০ ফুট উঁচুতে যা করলেন বিমানযাত্রী

এক্সক্লুসিভ ডেস্ক : ছোট্ট শিশুরা কতকিছুর জন্যই না বায়না ধরে।  বাবা-মায়েরা তাদের শিশুদের ভুলিয়ে ভালিয়ে, কখনো বা ধমক দিয়ে শান্ত করে থাকেন।

কিন্তু কখনো কি শুনেছেন যে, একজন পূর্ণবয়স্ক মানুষ সিগারেটের জন্য বায়না ধরেছে? তাও আবার মাটিতে নয়, মাটি থেকে ৩৮০০০ ফুট উঁচুতে!

অবাক হলেন? হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটল লুফত্হংসার মিউনিখ থেকে কানাডার ভ্যাঙ্কুবারগামী একটি বিমানে।

ওই বিমানের সহযাত্রীরা জানিয়েছেন, প্লেনে ওঠার পর থেকেই লোকটি উসখুস উসখুস করছিলেন।  কিন্তু তিনি যে এরকম কিছু করতে পারেন তা তারা ভাবতেও পারেননি।

প্লেনটি যখন মাটি থেকে ৩৮,০০০ ফুট উঁচু দিয়ে উড়ছে অমন সময় লোকটি লাইটার ধরান।  তা দেখে তাকে বাধা দেন কেবিন ক্রুরা।  

সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার দিয়ে উঠেন।  এরপরই তিনি কেবিনের দরজা খুলে দাঁড়িয়ে পড়েন! ঝাঁপ দিতে উদ্যত হচ্ছেন।

এমন সময় কোনোমতে তাকে আটাকানো হয়।  তার একটাই দাবি, তাকে সিগারেট খেতে দিতে হবে। অনেক বুঝিয়েও ক্ষান্ত করতে ব্যর্থ হন বিমানবালারা।  এতে হতবাক হয়ে যান বিমানযাত্রীরা।

অগত্যা গতিপথ বদল করে জরুরি ভিত্তিতে হামবুর্গে জরুরি অবতরণ করা হয় বিমানটি।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে