বুধবার, ২৫ মে, ২০১৬, ১২:০৩:৫৮

হোয়াটস অ্যাপের গোপন ‘গোল্ড ভার্সান’, না জানলেই বিপদ!

 হোয়াটস অ্যাপের গোপন ‘গোল্ড ভার্সান’, না জানলেই বিপদ!

এক্সক্লুসিভ ডেস্ক : গত কয়েকদিন ধরে হয়তো অনেকেই নিজেদের হোয়াটস অ্যাপে এমন মেসেজ পেয়েছেন যাতে বলা হয়েছে, হোয়াটস অ্যাপের একটি গোপন সংস্করণ বাজারে প্রচলিত রয়েছে, যার নাম ‘হোয়াটস অ্যাপ গোল্ড ভার্সন’।

বলা হচ্ছে, এই গোল্ড ভার্সনটি আসলে হোয়াটস অ্যাপের একটি গোপন সংস্করণ।  এটি কেবল সেলিব্রিটিরা ব্যবহারের সুযোগ পান।  এই সংস্করণে নাকি অবিশ্বাস্য সব সুবিধা পাওয়া যায়।

ভিডিও কলিং, ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার সুবিধা, একসঙ্গে ১০০টা ছবি পাঠানোর সুবিধা, বিনামূল্যে কল করার সুবিধা ইত্যাদি ইত্যাদি।

হোয়াটস অ্যাপে এই মেসেজের সঙ্গেই পাঠানো হচ্ছে একটি লিঙ্ক, যেটির মাধ্যমে নাকি ‘গোপন গোল্ড ভার্সন’।  এটি বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ পাওয়া যাবে।

এখন প্রশ্ন হলো, সত্যিই কি হোয়াটস অ্যাপের গোল্ড ভার্সন বলে কিছু আছে? তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পুরোটাই আসলে ভুয়াঅ  

হোয়াটস অ্যাপের এরকম কোনো গোপন ভার্সন নেই। এই মেসেজ সম্ভবত পাঠানো হচ্ছে হ্যাকারদের তরফ থেকে।  যে ডাউনলোড লিঙ্কটি মেসেজের সঙ্গে পাঠানো হচ্ছে তাতে ক্লিক না করাই ভালো।  ক্লিক করলেই আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে