বুধবার, ২৫ মে, ২০১৬, ০৩:১০:১২

সবাইকে অবাক লাগিয়ে, ৪ বছর বয়সে ৩টি জাতীয় রেকর্ডের মালিক 'বিস্ময়বালক'

সবাইকে অবাক লাগিয়ে, ৪ বছর বয়সে ৩টি জাতীয় রেকর্ডের মালিক 'বিস্ময়বালক'

এক্সক্লুসিভ ডেস্ক: এক মিনিটে ৫১টি শব্দের নির্ভুল বানান বলে এবং ৭০ সেকেন্ডে ১০০ থেকে ০ পর্যন্ত সংখ্যা গুণে বিশ্বরেকর্ড গড়ল 'বিস্ময়বালক' ভারাদ মালখান্ডলে। নাগপুরের এই নার্সারি পড়ুয়ার বয়স মাত্র ৪ বছর। চার বছর বয়সে দু'টি জাতীয় রেকর্ডের মালিক হল ভারাদ মালখান্ডলে। গত রবিবার নাগপুরের নারায়ণ বিদ্যালয়মে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আয়োজিত 'অন স্পট অ্যাডজুডিকেশন ইভেন্ট'-এ মাত্র ৫১টি শব্দের নির্ভুল বানান বলে এবং ১০০ থেকে ০ পর্যন্ত ক্রমাণুযায়ী সংখ্যা গুণে সে তাক লাগিয়ে দিয়েছে। বয়সের কথা ভেবে ভারাদের জন্য দ্বিতীয় পরীক্ষার সময়সীমা ৬০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৯০ সেকেন্ড করেন আয়োজকরা। কিন্তু মাত্র ৭০ সেকেন্ডেই নির্ভুল ভাবে একশো থেকে শূন্য সংখ্যা গড়গড় করে বলে দেয় ভারাদ। বানানের ক্ষেত্রে প্রথম চেষ্টায় সে এক মিনিটে ৪১টি শব্দের নির্ভুল বানান বলে দেয়। দ্বিতীয় বারের চেষ্টায় এই সময়ে ৫১টি শব্দের নির্ভুল বানান বলে সক্ষম হয়। এছাড়া ৫ মিনিটে মোট ১৬০টি শব্দের সঠিক বানান বলে দেয় নাগপুরের শিশু।


উল্লেখ্য, ২০১৫ সালের ৪ অক্টোবর এক মিনিট সতেরো সেকেন্ড সময়ের মধ্যে মোট ৫৫টি বিভিন্ন গাড়ির মডেল চিনতে পেরে অবাক করেছিল ভারাদ। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নথিতে এই রেকর্ড ইতিহাস তৈরি করে। রবিবারের পর ভারাদ হল একমাত্র ভারতীয় শিশু যে মাত্র ৪ বছর বয়সে তিনটি জাতীয় রেকর্ড সৃষ্টি করল। নাগপুরের বাসিন্দা ভূষণ ও উজ্জ্বলা মালখান্ডলের একমাত্র সন্তান তথা নারায়ণ বিদ্যালয়মের ছাত্র ভারাদ সবে নার্সারি ক্লাসের পড়া শেষ করেছে।-এই সময়

২৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে