বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ১০:১৮:২৮

বিয়ের পর বেশির ভাগ বাঙালি মেয়ে কেন মোটা হয়, জানেন?

 বিয়ের পর বেশির ভাগ বাঙালি মেয়ে কেন মোটা হয়, জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : মা-কাকিমারা বলে থাকেন, ওর তো স্বাস্থ্য ফিরেছে।  কিন্তু এমনটা হয় কেন? ঠিক কী কারণে বেশির ভাগ বাঙালি মেয়ের চেহারা বদলে যায় বিয়ের পরে, জানেন? না জানলে পড়তে হবে।

কথায় বলে— ‘বিয়ের জল’।  সেই জল গায়ে পড়লে ঘটে আজব ঘটনা।  নিতান্ত রোগাকাঠি কিশোরী-কাটিং মেয়েটির ছয় মাসের মধ্যে এমন একটা ‘বউ বউ’ চেহারা।  

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ চেহারা বদলের পেছনে কিছু শারীরবৃত্তীয় কারণ যেমন রয়েছে, তেমনি রয়েছে বেশকিছু মনস্তাত্ত্বিক পরিবর্তনও।  

• বেশির ভাগ বাঙালি মেয়ের প্রথম স্বামীর সংসার করার অভিজ্ঞতা ঘটে বিয়ের পরেই।  নিয়মিত শরীরে মূলত তিনটি হরমোনের নিঃসরণ ঘটায়— অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এবং এন্ড্রোফিন।  এ তিনটি যথেষ্ট পরিবর্তন আনে শরীরে।  বিশেষ করে শেষেরটি ‘হ্যাপি হরমোন’ নামে পরিচিত। সামগ্রিকভাবেই প্রভাবিত করে শারীরিক সংগঠনকে।

• স্বামীর সঙ্গে সময় কাটানো পরবর্তী ঘুম মেদবৃদ্ধির অন্যতম কারণ।

• একটা বড় সংখ্যক বাঙালি মেয়ে বিয়ের পর দিবানিদ্রাসক্ত হয়ে পড়ে।  সেটাও মেদবৃদ্ধির অন্যতম কারণ।

• অনেক বাঙালি মেয়েই বিয়ের আগে নাচ অথবা সাইকেল চালানোর মতো কিছু ব্যায়ামে অভ্যস্ত থাকেন।  বিয়ের পর সেসব ছেড়ে দিলে পৃথুলতা আসে।

• বিয়ের পর এক ধরনের নিরাপত্তাবোধ জন্ম নেয়। বিবাহ-পূর্ববর্তী জীবনের অনেক উদ্বেগের নিরসন ঘটে।  এর কারণে শারীরিক পরিবর্তন ঘটতেই পারে।

• বিয়ের পর বেশ খানিকটা স্বাধীনতা পেয়ে অনেক বাঙালি মেয়ে, যাতে আনন্দ উপভোগ করেন। বাবা-মায়ের চোখরাঙানিতে যা তারা বিয়ের আগে খেতে পারতেন না, সেই সব জাঙ্ক-খাবার বিপুল পরিমাণে খেয়ে মুটিয়ে ফেলেন নিজেকে।
২৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে