শুক্রবার, ২৭ মে, ২০১৬, ০৫:২৩:২২

কি অবাক হচ্ছেন! ৬ বছর ছেলের রান্নার ভিডিও ফেসবুক কিনলো ২০০০ ডলারে

কি অবাক হচ্ছেন! ৬ বছর ছেলের রান্নার ভিডিও ফেসবুক কিনলো ২০০০ ডলারে

এক্সক্লুসিভ ডেস্ক : ৬ বছরের ছোট্ট ছেলের পেশাদারি রান্না শেখানোর কায়দাকে কুর্নিশ জানাল আমেরিকাও। প্রায় দেড় লাখ টাকায় কোচির ক্লাস ওয়ানের ছাত্র নিহালের ভিডিও স্বত্ত্ব কিনে নিল ফেসবুক।
অনুপ্রেরণা ইউ টিউবের চ্যানেল ইভানটিউব। ওই চ্যানেলে ১২ বছরের এক শিশুর বাক্স থেকে খেলনা বের করার কায়দা বেশ জনপ্রিয় শিশুদের মধ্যে। থ্রিপুনিথুরা স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র নিহালেরও ইচ্ছে হয়, নিজের ওই রকম একটি চ্যানেল তৈরি করার। কিন্তু, ঠিক কী করবে, সেটা বুঝে উঠতে পারছিল না ৬ বছরের ওই শিশু।

একদিন রান্নাঘরে মাকে সাহায্য করার সময় একটা সামান্য ডিশ তৈরি করে ফেলে নিহাল। আর সেই সময়ই তাঁর বাবা রাজাগোপাল ভি কৃষ্ণাণ ছেলের রান্নার প্রক্রিয়া ভিডিও করে তা পোস্ট করে দেন নিজের ফেসবুকের পাতায়। যা লাইক ও শেয়ারের ঝড় তোলে FB-তে। এর থেকেই বেশ মজা পেয়ে যায় নিহাল। সে একটি ইউ টিউব চ্যানেল শুরু করার সিদ্ধান্ত নেয়। আর ঠিক করে, সেখানে সে তুলে ধরবে রকমারী ডিশ তৈরির রেসিপি। এমন ডিশ যা তাঁর বয়সি শিশুরা নির্দ্বিধায় নিরাপদে তৈরি করে ফেলতে পারে।

নিজের ডাকনামের সঙ্গে মিলিয়ে ইউ টিউব চ্যানেল কিচা টিউব খোলে নিহাল। সেখানেই পোস্ট করতে শুরু করে নিজের রান্না করা নানা ভিডিও। বিভিন্ন সুস্বাদু সহজ ডিশ তৈরির ক্ষেত্রে নিহালের মা রুবি তাকে সাহায্য করেন। আর ভিডিও তুলে তা আপলোড করার দায়িত্ব নেন সেন্ট্রাল অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কর্মরত রাজাগোপাল। ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে যাত্রা শুরু করে কিচা টিউব। একটি ভিডিওতে দেখা গিয়েছে, কেমন স্মার্ট উপস্থাপনায় মিকি মাউস ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করছে নিহাল। বেশদিন লাগেনি। দিনকয়েকের মধ্যেই নিহালের বাবার কাছে এসে পৌঁছয় একটি চিঠি। সুদূর মার্কিন মুলুক থেকে। চলে আসে ই মেলও। মার্ক জুকারবার্গের কোম্পানি ফেসবুক থেকে। নিহালের চ্যানেলের লাইসেন্স, লয়্যালটি ও কপিরাইট কিনতে চায় বলে জানায় মার্কিন এই কোম্পানি।

ফেসবুক জানিয়েছে, তাদের নয়া ক্যাম্পেন 'স্পেস ফর এভরিওয়ান'-এর জন্য এই ভিডিয়োগুলি কিনতে চায় তারা। ভিডিওর কপিরাইটের জন্য ১০০০ ডলার ও নিহালের প্রতিভার জন্য ১০০০ ডলার দিতে চেয়েছে এই কোম্পানি। নিহালের পরিবার ফেসবুকের এই প্রস্তাব গ্রহণ করেছে। ফেসবুক থেকে আয়ের ক্ষেত্রে সর্বকনিষ্ঠ নিহাল।-এই সময়

২৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে