রবিবার, ১২ জুন, ২০১৬, ০৯:৩২:৪১

এইডস, জিকা ভাইরাসের চেয়েও নাকি ভয়াবহ এই রােগ!

এইডস, জিকা ভাইরাসের চেয়েও নাকি ভয়াবহ এই রােগ!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বে AIDS-কেই সবচেয়ে ভয়াবহ রোগ বলে ধরা হয়। এখন সেই তালিকায় নাম লিখিয়েছে জিকাও। কিন্তু এই ভাইরাস HIV, জিকার থেকেও মারাত্মক। স্বামীস্ত্রীর সম্পর্কের সময় প্রতিরোধক নিয়ে আপনি HIV ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারলেও, এই ভাইরাসকে প্রতিরোধকের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়। এমনই মরণ ভাইরাস এটি। কী নাম এই ভাইরাসের জানেন?

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)। শরীরে এই ভাইরাস ঢুকলে প্রথমে নিন্মাঙ্গে তারপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্থান ফুলে উঠতে শুরু করে। কখনো ছোটো ছোট গুটির ন্যায়, কখনো আবার একসঙ্গে অনেকগুলি করে। শেষ পরিণতিতে ক্যান্সার। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

কীভাবে ছড়ায় এই ভাইরাস HPV? অসুরক্ষিত-সুরক্ষিত যেকোনো মেলামেশার সময়ই সংক্রমণ হতে পারে এই ভাইরাসের। আগে থেকে না জানা থাকলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো দুঃসাধ্য। সমীক্ষা বলছে, পুরুষদের থেকে মহিলারা প্রায় ৫ শতাংশ বেশি সংক্রমিত হন এই ভাইরাসে।

কীভাবে বাঁচবেন মারণ ভাইরাসের হাত থেকে? একমাত্র উপায় ভ্যাকসিনেশন। পুরুষ ও মহিলা, দুই ক্ষেত্রেই এই ভ্যাকসিন কাজে দেয়।
১২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে