বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৮:৫৪

অবসরে বিড়াল, নতুন মেয়র কুকুর!

অবসরে বিড়াল, নতুন মেয়র কুকুর!

এক্সক্লুসিভ ডেস্ক : মেয়র পদে নির্বাচন। তবে সেখানে কোন মানুষ প্রার্থী নেই। প্রার্থী হয়েছে কুকুর, গাধা, বিড়াল, নেকড়ে আর শজারু। শুনে অবাক হয়ে গেলেন? অবাক হওয়ার কিছুই নেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে  সবাইকে পরাজিত করে অবশেষে মেয়র পদে নির্বাচিত হয়েছে ব্লাডহাউন্ড জাতের তীব্র ঘ্রাণশক্তিসম্পন্ন ও অনুসন্ধানের কাজে ব্যবহৃত পা কেটল নামের একটি কুকুরটি। এমন মজার নির্বাচনের ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ছোট একটি শহরতলি ডিভাইডে।

জানা গেছে ১১টি প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এই মেয়র নির্বাচনে। কয়েকটি কুকুর এবং আরও ৫টি প্রাণীর সঙ্গে কুকুরটিকে ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হতে হয়েছে। ঘোড়া, গাধা, বিড়াল, নেকড়ে এবং এমনকি শজারুর মতো প্রতিযোগীদের হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছে এ কুকুরটি। এর আগের বার এই মেয়র পদে ছিলেন ৩ পা-বিশিষ্ট বিড়াল ওয়াল্টার। ওয়াল্টার বিড়ালটি এবার অবসর নিচ্ছে।

জানা গেছে, মেয়র নির্বাচনে ১১ প্রার্থীর পক্ষে মোট ভোট পড়েছে ১২ হাজার ৯১টি। কুকুরটি পেয়েছে ২ হাজার ৩৮৭ ভোট। দ্বিতীয় স্থানে থাকা কেইনি নামের একটি নেকড়ে ৫৫ ভোট কেম পেয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছে। ভোটের ফলাফলে তৃতীয় স্থানে থাকা বাস্টার নামের বিড়ালটি ১ হাজার ৭৯০ ভোট পেয়ে ভাইসরয় নির্বাচিত হয়েছে।

ব্যতিক্রমী এ খবরটি দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ডিভাইড শহরতলিতে কোন মানুষ মেয়র নেই। তাই দাতব্য প্রতিষ্ঠান টেলার কাউন্টি রিজিওনাল এনিমেল শেল্টার তহবিল সংগ্রহে অনানুষ্ঠানিকভাবেই অনলাইন মেয়র নির্বাচন প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিটি ভোট থেকে দাতব্য প্রতিষ্ঠানটি ১ ডলার তহবিল সংগ্রহ করে। সে হিসেবে এ ভোটে ১২ হাজার ৯১ ডলার তহবিলে জমা পড়েছে। এদিকে এ সপ্তাহের শেষদিকে মেয়র পা কেটলের অভিষেক হচ্ছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে