শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৩:৫৯

বিশ্বের সবচেয়ে পাতলা মানুষ

বিশ্বের সবচেয়ে পাতলা মানুষ

এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্রের লিজি ভেলাজকুয়েজকেই বিশ্বের সবচেয়ে পাতলা বা লিকলিকে মানুষ হিসেবে ধরা হয়েছে। তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি। ওজন মাত্র চার স্টোন তিন পাউন্ড (১ স্টোন= ৬.৩৫ কেজি)। বয়স তার ২৪ বছর।

দেখতে শুকনো পাতলা এই মানুষটি টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। শরীর ও বয়স অনুপাতে তাকে বলা হয় বিশ্বের সবচেয় কম ওজনের মানুষ। বিরল এক রোগে ভুগছেন তিনি। তাইতো তার শরীর এমন হালকা-পাতলা।

জানা যায়, বিরল ওই রোগে আক্রান্ত হওয়ার কারণে লিজির ওজন বাড়ে না এবং শরীরে কোনো চর্বি জমতে পারে না। এ রোগে আক্রান্তদের মাংসপেশী এবং অঙ্গ প্রত্যঙ্গ খুবই ক্ষীণ ও নাজুক হয়। এ কারণে এ রোগীরা শিশুকালেই মারা যায়। লিজি ছাড়া পৃথিবীতে আর মাত্র দুজন এ ধরনের রোগী আছে।

বেঁচে থাকার জন্য লিজিকে প্রতিদিন অল্প অল্প করে ৬০ বার খেতে হয়। তবে নিজের এই অসুস্থতা নিয়ে লিজির কোনো অভিযোগ নেই। বরং নিজের এই হালকা শরীর নিয়েও বেশ আছেন তিনি।

তিনি এক সাক্ষাৎকারে এও বলেন, সম্ভব হলেও নিজের ওজন বাড়াতাম না আমি। নিজের এই অবস্থায় অভ্যস্ত হতে আমার অনেক দিন সময় লেগেছে। তাই এটাকে বদলাতে চাই না আমি। আমার লক্ষ্য হচ্ছে ফিট থাকা। তিনি বলেন, বিরল রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও আমার বাবা-মা আমাকে স্বাভাবিকভাবেই বড় করেছেন। কখনো বলেননি যে আমি একজন আলাদা ধরনের মানুষ।

লিজির শারীরিক এ অবস্থার জন্য লোকজন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত। শরীরের ভেতর তার যে একটা মন আছে সেদিকে কেউ তাকাতো না। তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইত না কেউ।

তার শারীরিক এ অবস্থা নিয়ে ন্যাশনাল টেলিভিশনে তার ওপর ফিচার প্রচারিত হয়। তখন ইন্টারনেটে ‘বিশ্বের কুৎসিততম নারী’ শিরোনামে তার স্থিরচিত্র পোস্ট করা হয়। সে ছবির ওপর হাজার হাজার বিরূপ মন্তব্য পড়ে। বিশ্রী কমেন্ট করে মানুষগুলো। একজন বলে, ‘এটাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা উচিত।’ কেউ লেখেন, ‘এতো বিশ্রী মেয়েকে তার বাবা-মা কেন গর্ভেই হত্যা করেনি?’ এসব মন্তব্য ব্যথিত করে লিজিকে। কিন্তু সাহস হারান না তিনি।

নানা বিরূপ মন্তব্য আর প্রতিকূলতা সত্ত্বেও লিজি বেঁচে থাকতে চান। অন্য দশজনের মতো সংসার করতে চান তিনি। সব ভয় কাটিয়ে উঠে স্বাভাবিক মানুষের মতোই আছেন তিনি। স্বপ্নও দেখছেন অন্যদের সাহায্য করার।

লিজির চিকিৎসক ডা. অভিমন্যু কার্জ বলেন, লিজি হচ্ছে বিশ্বের সেসব বিরল মানুষদের একজন যে নাকি এ পরিস্থিতিতেও বেঁচে আছে। অনেক সংগ্রামের মধ্য দিয়ে সে টিকে আছে। সে একজন সাহসী নারী।

সাহসী এ নারীর ভেতরের গল্পটা আর দশটা স্বাভাবিক মানুষের চেয়েও সফলতায় ভরা। জন্মের সময় লিজির ওজন ছিল মাত্র ২ পাউন্ড। ইতিমধ্যে তার একটি চোখ অন্ধ হয়ে গেছে। অন্যটি দিয়েও ভালো দেখতে পায় না। এ অবস্থাতেও থেমে নেই লিজি। বই লিখছেন। বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায়। তার বইয়ের বিক্রিও ভালো। আবার সুবক্তা হিসেবেও সুনাম রয়েছে তার।

প্রতি বছর প্রায় দুইশ বক্তৃতা দেন তিনি। বক্তৃতায় তিনি তার তার টিকে থাকার গল্প শোনান। শোনান স্কুলজীবনের কথা। লোকজনের নানা বিরূপ মন্তব্যের তীর থেকে গা বাঁচিয়ে তার পথচলার কথা।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে