এমটিনিউজ২৪ ডেস্ক : “গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল” শীর্ষক আলোচনা সভায় আজ ১৫ই মে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “নয় মাসে ইন্টেরিম সরকারের সবচাইতে বড় একটি অর্জন হলো—সবাইকে শান্ত রাখা, যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়।”
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর সাধারণত অনেক দেশেই মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, কারণ তারা তাদের ক্ষোভ প্রশমিত করতে পারে না। কিন্তু আমরা সে জায়গায় যাইনি।”
শফিকুল আলম প্রশ্ন রাখেন, “যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদেরকে কেন সন্ত্রাসী বা জ*ঙ্গি বলা হচ্ছে? এই ভাষা ব্যবহার করে আসলে হাসিনাকে বৈধতা দেওয়া হচ্ছে—যেন তিনি তাদেরকে মারতে পারেন, হত্যা করতে পারেন।”
তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থান করেছেন, তারাও চাইলে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তারা তা করেননি। আমি গণঅভ্যুত্থানে অংশ নেওয়া লাখো তরুণকে স্যালুট জানাই। নয় মাসে এটা ছিল একটি সত্যিকার অর্থে বড় অর্জন।”