ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় এক বাসযাত্রীর পায়ের মোজার ভেতর থেকে ৫৯ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসময় হাবিবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর কামারখালী টোলপ্লাজা এলাকার একটি বাস থেকে ৫৯ ভরি, ৭ আনা (৬৯৩.৩৮ গ্রাম) স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান (৫৩) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের মৃত মঙ্গল আলী ছেলে।
মধুখালী থানার ওসি তদন্ত মো. গোলাম নবী জানান, গোপন সূত্রে খবর পেয়ে কামারখালী টোলপ্লাজার কাছে সাতক্ষীরা থেকে ঢাকাগামী এইচ আর পরিবহন (যশোর ব-১১-০১৩৯) থেকে হাবিবুর নামের এক যাত্রীকে আটক করা হয়।
পরে তাকে তল্লাশি করে পায়ে হাঁটুর নিচে মোজার মধ্যে বিশেষ কায়দায় রাখা ওই ৫৯ ভরি, ৭ আনা, ১ রতি ৫ পয়েন্ট (৬৯৩.৩৮ গ্রাম) স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২৩ লাখ, ৭৭ হাজার, ৪৪০ টাকা বলে জানান ওসি।
০৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম