বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০৮:০১:২৯

এরপর ফরিদপুর

 এরপর ফরিদপুর

ঢাকা : ময়মনসিংহের পর বিভাগ হচ্ছে ফরিদপুর।  ফরিদপুর কোতয়ালি ও শহর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেছেন, ফরিদপুর বিভাগ গঠনের সিদ্ধান্ত হয়ে গেছে, ফরিদপুরেই বিভাগীয় সদর দফতর হবে। পৌরসভাকে উন্নীত করা হবে সিটি কর্পোরেশনে।  এগুলো এখন সময়ের ব্যাপার মাত্র।
 
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর কোতয়ালি ও শহর আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ‘ইকুয়াল বেসিসে’ উন্নয়ন করেছেন, করে যাচ্ছেন। সেই উন্নয়নের ধারাবাহিকতায় ফরিদপুর বিভাগ, সিটি কর্পোরেশন ও ইপিজেড গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
 
তিনি বলেন, আগামী একনেকের সভায় একশ’ ৮৫ কোটি টাকা ব্যয়ে ফরিদপুরের কুমার নদ খনন প্রকল্প অনুমোদন করা হবে।  ডিসেম্বরে শুরু হবে কুমার নদ খননের কাজ।
 
মন্ত্রী বলেন, ফরিদপুরে বিমানবন্দর নির্মাণ করা হবে।  এয়ারপোর্ট তৈরি করে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের সূচনা করব।
 
তিনি বলেন, প্রাণের টানে আমরা দল করি, আমরা কারো চাকরি করি না। আগে আমাদের সভায় লোক হত না, এখন জায়গা দিতে পারি না।  এখন দুর্দিন চলছে বিএনপির।  তারা সভা সমাবেশে ডেকে লোক জমায়েত করতে পারছে না।
 
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম।
 
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে কাউন্সিল অধিবেশনে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক মোল্লা ও সাধারণ সম্পাদক পদে সামছুল আলম এবং শহর আওয়ামী লীগের সভাপতি পদে নাজমুল ইসলাম খন্দকার লেভী ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বরকতকে নির্বাচিত করা হয়।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে