 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
ফরিদপুর থেকে: দোয়ারিতে (জাল) ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বোয়াল। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও ভুবনেশ্বর নদের মোহনা চর বলাইশা এলাকা থেকে এ মাছটি ধরা পড়ে।
সদরপুরের ঢেউখালী ইউনিয়নের রাম সুন্দরডাঙ্গী গ্রামের বাসিন্দা কামাল হোসেন ব্যাপারির (৩৩) পাতা দোয়ারিতে ধরা পড়ে এ মাছ। কামাল হোসেন ব্যাপারি মাছটি চরভদ্রাসন উপজেলা সদর মাছ বাজারে নিয়ে আসেন।
ওই বাজারের আড়তদার জসীম খান (৫৩) মাছটির খোলা ডাকের মাধ্যমে ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন মাছ ব্যবসায়ী রিপন হালদারের কাছে। পরে রিপন হালদারের কাছ থেকে ১৬ হাজার ৩০০ টাকায় যৌথভাবে এ মাছটি কেনেন চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের দুই বাসিন্দা।