শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৫:২৫:৩৪

হঠাৎ শ্বাসকস্টে আক্রান্ত শিক্ষার্থীরা, ৫৭টি স্কুল বন্ধ

হঠাৎ শ্বাসকস্টে আক্রান্ত শিক্ষার্থীরা, ৫৭টি স্কুল বন্ধ

ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ৫৭টি স্কুল আজ শনিবার থেকে দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।  অজ্ঞাত কারণে স্কুলশিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলা সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের একশ’ তিনজন শিক্ষার্থী স্কুল চলাকালীন হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়।

সূত্র জানায়, তাদের প্রত্যেককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।  বিষয়টি জানতে পেরে রোগের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করে প্রশাসন।  

কমিটির সদস্যরা আক্রান্ত কয়েক শিক্ষার্থীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন এবং ওই দুটি স্কুল পরিদর্শন করেন।  কিন্তু এখনো পর্যন্ত রোগের কারণ নির্ণয় করতে পারেননি।  তাই আজ শনিবার জেলা সদরে অবস্থিত মোট ৫৭টি স্কুল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

স্কুল বন্ধ ঘোষণা করার তথ্যটি সাংবাদিকদের নিশ্চিত করেন জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল।  তিনি বলেন, আরো পর্যবেক্ষণ ও সতর্কতার জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।  স্কুলগুলোতে আজ ও কাল দুদিন পাঠদান বন্ধ থাকবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস বলেন, এটা গণমনস্তাত্ত্বিক রোগ (ম্যাস সাইকোলজিক্যাল ডিজিজ) বলে মনে হচ্ছে।  ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ রোগে আক্রান্ত হয়েছে। তাদের বেশির ভাগই ছাত্রী।

তিনি বলেন, এ রোগের উপসর্গ হচ্ছে হঠাৎ কোনো একজন শিক্ষার্থীর শ্বাসকষ্ট হয়।  তার দেখাদেখি অন্যজনও একই সমস্যায় ভোগে।  এভাবেই পুরো স্কুলে ছড়িয়ে পড়েছে।  প্রাথমিক চিকিৎসায় শিক্ষার্থীদের শরীরে স্যালাইন ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে।  অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।  কয়েকদিন গেলেই সব স্বাভাবিক হয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে