এমটিনিউজ২৪ ডেস্ক : কামারহেলা ও মিনাজপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের কৃতি সন্তান, মেহনতি মানুষের বন্ধু, ক্রীড়ানুরাগী ও বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এলাকার যুব সমাজকে মা'দকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে সব সময় দূরে রাখতে হবে। আর এজন ̈ দরকার বেশি-বেশি করে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা এবং যুব সমাজকে এর সাথে সম্পৃক্ত করা।
এলাকায় ক্রীড়া সংক্রান্ত যেকোন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হলে তিনি সব সময় উপস্থিত থাকবেন বলে উক্ত অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন। খেলা শেষে তিনি বিজয়ই দলের সদস ̈দের হাতে ট্রপি তুলে দেন এবং সকলকে আরও মনোযোগ দিয়ে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করতে আহবান জানান।