এমটিনিউজ২৪ ডেস্ক : প্রফেসর ড. শেখ আব্দুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা বিভাগ থেকে খুবই সফলতার সহিত পিএইচডি ডিগ্রিধ অর্জন করায় একতা সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ড. শেখ রহিম তাকে সংবর্ধনা দেওয়ায় একতা সমাজ কল্যাণ যুব সংঘের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ড. রহিম তার বক্তব্যে বলেন একতা সমাজ কল্যাণ যুব সংঘ একটি চমৎকার সামাজিক সংগঠন এবং এই সংগঠনের নেতৃত্বে রয়েছে অত্যন্ত দক্ষ ও মেধাবী নেতৃবৃন্দ যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এলাকার তরুণ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে।
তিনি তার বক্তব্যে আরও বলেন যে এই সংগঠনের মাধ ̈মে নিয়মিত খেলাধুলা, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং যুব সমাজকে এ ̧লোর সাথে সম্পৃ৩ করতে হবে যাতে তারা বিপথগামী না হয়। আর এই সকল অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলে তার শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে তিনি একতা সমাজ কল্যাণ যুব সংঘের উত্তর-উত্তর সম্পৃদ্ধ কামনা করেন এবং এই সংগঠনের সকল ভাল কাজের সব সময় পাশে থাকবেন বলে ঘোষনা দেন।