শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১০:২৪:৪০

ফরিদপুরের সামগ্রিক উন্নয়নের জন্য সারা জীবন কাজ করে যাব: ড. শেখ আব্দুর রহিম

ফরিদপুরের সামগ্রিক উন্নয়নের জন্য সারা জীবন কাজ করে যাব: ড. শেখ আব্দুর রহিম

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রফেসর ড. শেখ আব্দুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা বিভাগ থেকে খুবই সফলতার সহিত পিএইচডি ডিগ্রিধ অর্জন করায় ফরিদপুরবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ড. শেখ রহিম তাকে সংবর্ধনা দেওয়ায় ফরিদপুরবাসীদেরকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে ড. শেখ রহিম তার বক্তব্যে বলেন ফরিদপুর আমার জন্মস্থান, আর ফরিদপুরবাসীদের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি আরও বলেন যে ফরিদপুরের সামগ্রিক উন্নয়নের জন্য সারা জীবন কাজ করে যাবেন। 

তিনি মনে করেন যে তার এখন অন্যতম প্রধান কাজ হলো ফরিদপুরকে যাতে বর্তমান সরকার অতি দ্রুত বিভাগ ঘোষনা করে সেই বিষয়ে সরকারের নীতি- নির্ধারনী পর্ষায়ে আলোচনা করা। ফরিদপুরে বর্তমানে কোনো সরকারী বিশ্ববিদ্যালয় নাই। ড. রহিম এই বিষয়টা সরকারের সাথে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ সরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন বলে অনুষ্ঠানে সবাইকে আশ্বস্ত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে