সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৭:৩৫

জেলহাজতে প্রবীর সিকদার

জেলহাজতে প্রবীর সিকদার

ফরিদপুর : রাজধানীতে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাংবাদিক প্রবীর সিকদারকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।  


এর আগে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ হেফাজত থেকে সোমবার বিকেল পাঁচটা ৩৫ মিনিটে তাকে আদালতের হাজতখানায় নেয়া হয়।  এ সময় ফরিদপুর কোতয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়েছে।
 
আদালত সূত্রে জানা গেছে, আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় তার রিমান্ড আবেদনের শুনানি হয়নি।  তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।  পরবর্তী শুনানি কবে তাও জানানো হয়নি।
 
রোববার সন্ধ্যায় প্রবীর সিকদারকে ঢাকা থেকে গ্রেফতারের পর রাতেই ফরিদপুর নিয়ে আসে পুলিশ।  ফরিদপুরের এপিপি স্বপন পাল তথ্য-প্রযুক্তি আইনে প্রবীর সিকদারের বিরুদ্ধে রোববার থানায় একটি মামলা করেন।  ওই মামলায় প্রবীর সিকদারকে গ্রেফতার দেখানো হয়েছে।
 
মামলার বিবরণে জানা যায়, প্রবীর সিকদারের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন হওয়ায় সংক্ষুব্ধ হয়ে মামলাটি করেছেন বাদী।
 ১৭ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে