সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ০২:৩৩:৩৪

মোবাইল চুরির অপবাদ দিয়ে মারধর ও কান ধরে বাজারে ঘোরানো হলো বৃদ্ধকে!

মোবাইল চুরির অপবাদ দিয়ে মারধর ও কান ধরে বাজারে ঘোরানো হলো বৃদ্ধকে!

এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মারধর ও কান ধরে বাজারে ঘোরানো হলো বৃদ্ধকে। রোববার (২৬ জানুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ঐতিহ্যবাহী কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, ৭৫ বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে মারধর ও গালিগালাজ করেছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন বৃদ্ধকে কান ধরিয়ে কিলঘুসি মারতে মারতে পুরো বাজারে ঘুরাতে দেখা যায়। কয়েকজনের হাতে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর চোর বলে গালিগালাজ করতেও শোনা যায়।

এ ঘটনার সমালোচনা করে দোষীদের শাস্তি দাবি করে কালামৃধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম জানান, রোববার সকাল দশটার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনছিলেন। তখন ওই ক্রেতার মোবাইলটি এই বৃদ্ধ লোকটি নিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। পরে বাজারের লোকজন তাকে আটকিয়ে কান ধরে ওঠবস করায়। এরপর কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ভিডিওটি দেখিনি এখনও। থানায় কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে