ফরিদপুর: উত্তরের বন্যায় গত কয়েকদিন পদ্মার পানি বেড়ে এখন বিপদসীমার ৯৬ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফরিদপুর জেলার তিনটি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) অধিকাংশ গ্রাম পানিতে তলিয়ে গেছে।
ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। প্রায় ১৫ হাজার পরিবারের অর্ধলাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ইতিমধ্যে এসব এলাকার বাড়িঘর, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে।
শুক্রবার বিকেলে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউপির ভাজনডাঙ্গা পদ্মা নদীর সংলগ্ন এলাকার কাঁচা (মাটির তৈরী) বেড়িবাঁধ ভাঙনের মুখে পড়ে। পরে প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় বালির বস্তা ফেলে সেটাকে প্রাথমিকভাবে ভাঙনের হাত থেকে রক্ষার চেষ্টা চলছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার ইদ্রিস আলী জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ২১ সে. মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৬ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফরিদপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) রুবায়েত হায়াত শিপলু জানান, ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় বন্যাদুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১৫ মেট্রিক টন চাল ও ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
৩০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম