এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার সংলগ্ন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ৩০ সেপ্টেম্বর বুধবার ভোরে কলেজ ছাত্র সেলিম (১৮) কে সিএনজি যোগে র্দুবৃত্তরা জোর পূর্বক অপহরণের চেষ্টা করে। এলাকাবাসি তাকে আহত অবস্থায় উদ্ধার করেছে।
পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রায়েদ ইউনিয়নের মালদ্বীপ প্রবাসী শহীদুল্লাহ পালোয়ানের কলেজ পড়–য়া পুত্র মোঃ সেলিম নামাজ পড়ে রাস্তার পাশ দিয়ে বাড়ি (মালদ্বীপ ভিলা) যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে একটি সিএনজি যোগে অজ্ঞাতনামা ২ জন র্দুবৃত্ত তার পাশে এসে দাঁড়ায় এবং পানি পানের কথা বলে। সেলিম সিএনজি’র কাছে আসতেই র্দুবৃত্তরা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে সে সিএনজি থেকে লাফিয়ে পড়ে আত্বরক্ষা করে। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে র্দুবৃত্তরা পালিয়ে যায় এবং তাকে উদ্ধার করে আমরাইদ বাজারে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ হাই অপহরণ চেষ্টা ঘটনাটির সত্যতা স্বিকার করেছেন। এ ব্যাপারে কাপাসিয়া থানায় অভিযোগ করা হয়েছে। সেলিম জানায়, র্দুবৃত্তরা তাকে সিএনজি যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাবার চেষ্টাকালে অজ্ঞাতনামা অপর এক কিশোরকে মুখ বাধা অবস্থায় দেখতে পায়। ধারনা করা হচ্ছে ওই কিশোরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে মুক্তিপণ আদায় করবে।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস