বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০৮:৪৫:৪৭

কাপাসিয়ার ‘রুকজু মিয়া’ সমাজ সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন

কাপাসিয়ার ‘রুকজু মিয়া’ সমাজ সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী মৈশন মিয়া বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলী হোসেন চৌধূরী রুকজু মিয়া এলাকার উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুকজু মিয়া গরীব-দুঃখি ও অসহায় মানুষদের পাশে থেকে র্দীঘ দিন যাবত সেবা করে যাচ্ছেন। কথা সাহিত্যিক, সু-বক্তা ও প্রানবন্ত হাস্যোজ্জল রুকজু  ঐতিহ্যবাহী মিয়া পরিবারের মরহুম মোসলেহ্ উদ্দিন ও মাতা হাসিনা বেগমের পুত্র। তারুণ্যদিপ্ত যুব প্রজন্মের অহংকার আতœ-বিশ্বাসী রুকজু মিয়া মানুষের উপকারে বিশ্বাসী। নব্বই দশকে প্রকাশিত ও সবচেয়ে বেশী আলোচিত সাপ্তাহিক ম্যাগাজিন ‘ছন্দালোক’ পত্রিকার সম্পাদক আলী হোসেন চৌধূরী রুকজু মিয়া সম্পাদিত ‘‘ফেরার কোন পথ নেই এবং শেষ বিকেলের গল্প’’ বই দু’টি ১৯৯১ সালের বই মেলায় প্রকাশিত হয়।

এলাকাবাসির যে কোন সমস্যা সমাধানে ব্যস্ত রুকজু মিয়া এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। চলতি বছরের অতি বর্ষায় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা দেখে তার মন যেন কেঁদে উঠে। খানা-খন্দে ভরা চলাচলের অনুপযোগি রাস্তা-ঘাটের কথা বিবেচনা করে ইতিমধ্যে সে ৭০ ভাগ রাস্তায় স্বেচ্ছায় বালি ফেলে সংস্কার করেছে। সমাজ সেবায় বিশেষ অবদান রেখে ব্যাপক সাড়া জাগানো রুকজু মিয়া সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে সক্ষম। ইউনিয়ন ব্যাপী ব্যাপক গণসংযোগে ব্যস্ত রুকজু মিয়া সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতেই বেশী আগ্রহী। তিনি এলাকাবাসির সমর্থন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে চায় এবং আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।  
১ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে