শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০১:০৩:৪৫

ট্রেনের ছাদে উঠতে মই ভাড়া ৪০ টাকা!

ট্রেনের ছাদে উঠতে মই ভাড়া ৪০ টাকা!

শ্রীপুর (গাজীপুর) থেকে : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে ইতিমধ্যে ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কিন্তু অধিক পরিমান যাত্রী ও পরিবহণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এসব ঘরমুখো মানুষের কাছে ঘরে ফেরা যেন এক কষ্টকর অভিজ্ঞতার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে।
 
রাজধানী থেকে ছেড়ে যাওয়া বাস-ট্রেন-লঞ্চে যেন তিল ধারণের জায়গা নেই। তবু থেমে নেয়া ঘরে ফেরার ইচ্ছা। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ঝুলছেন বাসের ছাদে, চড়ছেন লঞ্চে, উঠছেন ট্রেনের ছাদে।
 
তেমনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন রেলওয়ে স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে শুক্রবার। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীরা মই বেয়ে বেয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা গেছে অনেক যাত্রীকে।
 
ঈদে জামালপুর, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার ট্রেন যাত্রীদের অনেকেই ভিড় ঠেলে ট্রেনের ভেতরে ঢুকতে পারছেন না। অনেকে ট্রেনের ভেতরে ঢুকতে না পেরে মই বেয়ে ট্রেনের ছাদে চড়ছেন সপরিবারে। তবে মই ব্যবহার করার জন্য আলাদা টাকাও গুনতে হচ্ছে ঘরমুখী যাত্রীদের।
 
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরের শ্রমিক এমারত জানান, ট্রেনের ভেতরে ঢুকতে পারিনি। মইওয়ালাকে ৪০ টাকা দিয়ে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠেছি। বাড়িতে তো যেতে হবে।
 
রাজেন্দ্রপুরের আর এক শ্রমিক আবুল হোসেন যাবেন ময়মনসিংহের গফরগাঁওয়ে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ট্রেনের ভেতরে ঢুকতে পারেননি। অবশেষে মই বেয়ে ট্রেনের শেষের বগির ছাদে উঠছেন। ছাদে উঠে হেসে মইওয়ালাকে বললেন, 'এইনাও তোমার ৫০ টাকা। এবার গফরগাঁও গিয়ে নামতে পারলেই বাঁচি।'
 
এদিকে ওই স্টেশনে মই দিয়ে সহায়তা করা সেলিম বলেন, ঈদে সরকারী ছুটি ঘোষণা হলেই বিভিন্ন ট্রেনের সময়মতো মই নিয়ে স্টেশনে চলে আসি। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় থাকায় অনভ্যস্ত লোকদের ছাদে চড়াতে সাহায্য করি। কেউ ১০ টাকা, কেউ আবার ২০ টাকাও দেয়, তবে কারো কাছে জোর করি না।
 
তিনি বলেন, রেলওয়ের লোকজন দেখলে তাড়া করে। যাত্রী বেশি থাকলে দেখার সুযোগ নেই, তাড়াও করবে কি?
 
শ্রীপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল মোতালেব বলেন, ট্রেনের ছাদে উঠা ঝুঁকিপূর্ণ। ঈদ মৌসুমে যাত্রীদের নিষেধ করেও পারি না। স্থানীয় দিনমজুররা এ মৌসুমে ট্রেন এলেই মই নিয়ে দাঁড়িয়ে থাকে। দেখলে তাড়া করি।
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে