শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৪০:২৬

টঙ্গীতে বয়লার বিস্ফোরণ, অনেক হতাহতের আশঙ্কা

টঙ্গীতে বয়লার বিস্ফোরণ, অনেক হতাহতের আশঙ্কা

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত তিনজন আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় অনেকেই দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার ভোরে বিসিক এলাকায় টাম্পাকো লিমিটেড নামের কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের প্রায় অর্ধেক ধসে গেছে।

কারখানার ভেতরে শতাধিক শ্রমিক আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আগুনে দগ্ধ হয়ে তিনজনের মৃতদেহ হাসপাতালে রয়েছে। এ ছাড়া আরও দুইজন মারাত্মকভাবে দগ্ধ হয়ে চিকিৎসাধীন।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে