শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫৯:৩৩

টঙ্গীতে কয়েল বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

টঙ্গীতে কয়েল বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

গাজীপুর : গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো কয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে অন্তত ১৩ জনে। আহত হয়েছে অর্ধ শতাধিক। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজন বলে জানা যাচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামে একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের প্রায় ২০টি ইউনিট কাজ করছে। আহতদের ঢাকা মেডিকেল এবং টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া জানান, প্রথমে দগ্ধ ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত দুজনকে হাসপাতালে আনা হয়। পরে মৃত অবস্থায় আরও আটজনকে আনা হয়। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় ৪ তলা একটি ভবন ধসে পরেছে বলে জানা গেছে।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে