শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১১:০৪:৩০

বিস্ফোরণে ধসে গেছে কারখানাটি, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

বিস্ফোরণে ধসে গেছে কারখানাটি, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

গাজীপুর : বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকার ট্যাম্পাকো লিমিটেড কারখানার পাঁচ তলা ভবনটি ধসে পড়েছে। ধ্বংসস্তুপে এখনও আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ফায়ার সার্ভিসের প্রধান নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা পলাশ মণ্ডল বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

পলাশ মণ্ডল বলেন, ‘শনিবার ভোর ৬টা ৫ মিনিটের দিকে টঙ্গীর ট্যাম্পাকো প্যাকেজিং কারখানায় নিচতলায় বয়লার বিস্ফোরণ ঘটে। এরপর কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানাটি পাঁচ তলা। সেখানে রাতের শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। বিস্ফোরণের পর ভবনের কিছু অংশ ধসে পড়েছে।'

গাজীপুরের পুলিশ সুপার হারুন উর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, আশেপাশের ভবনগুলোতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশেপাশে অবস্থান নিয়েছে এবং উৎসুক জনতাকে সরিয়ে দিয়েছে। যাতে জানমালের ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা যায় তার জন্য সচেষ্ট রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।

এদিকে বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে